সহজ ব্যঞ্জিত উচ্চারণে কবি প্রভাত ভট্টাচার্য পাঠক মনকে আকৃষ্ট করেন । ' আমিও ধীরে ধীরে অর্কিড হয়ে যাই ' কিংবা ' এখন তার সময়ের খেয়াল নেই ' এই গাঢ় অভিনিবেশ মুগ্ধ করে আমাদের । পড়ছি ----
কবি প্রভাত ভট্টাচার্য-এর দুটি কবিতা
অর্কিডের হাসি
আমি বন্ধুত্ব করিনি
ঝরাপাতাদের সঙ্গে ,
কিংবা খেলা করি নি
মরীচিকার সাথে -
কিন্তু তবুও আমায় ডাকে
শুকনো খেজুরপাতা ।
অর্কিডের হাল্কা হাসি -
ছুঁয়ে যায় আমার শরীর,
আমি দাঁড়িয়ে পড়ি
অচল পাষাণ হয়ে ।
আমিও ধীরে ধীরে
অর্কিড হয়ে যাই ,
আর হাসতে থাকি
নীলাভ অর্কিড হয়ে।
চাঁদ আর ঘাসগালিচা
চাঁদনী রাতে ঘাসগালিচার ওপর
যে লোকটা বসে আছে -
চোখে তার উদাসী দৃষ্টি ।
মায়াবী পরিবেশ ,
এদিক ওদিক ছড়িয়ে রয়েছে
শাল ইউক্যালিপটাসের দল।
লোকটা কেমন ঘোরের মাঝে আছে,
তার মনে ভেসে উঠছে কত ছবি
এরকম তো আগে কখনও হয় নি,
এখন তার সময়ের খেয়াল নেই ।
তাকে খুঁজতে আসে সঙ্গীসাথীরা,
কিন্তু তারাও গোল হয়ে বসে পড়ে
সেই ঘাসগালিচায়, চাঁদের আলোয়
বসে থাকে সবকিছু ভুলে গিয়ে।
প্রভাত ভট্টাচার্য-এর বই
ডিটেকটিভ সূর্য, মাই ডটার, গল্প নদীর দেশ, , মিশন পসিবল, দ্য হার্ট
কবিতার বই
কাগজের মানুষ আর ফিনিক্স পাখী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন