সৃজনের মৌলিক স্বর
কবি শর্মিষ্ঠা ঘোষ-এর দুটি কবিতা
ঋতুরঙ্গ
ঋতুরঙ্গ দেখতে দেখতে
চুলের কাঁটা, হাতের চুড়ি খুলতে থাকে
যখন বসন্ত
অন্তর্বাস খোলে
নৃত্যনাট্য শেষে
মেয়েটির গায়ে মা মা গন্ধ
বার্ধক্য
সূর্যাস্ত হলে
গায়ে লাগে সোঁদা গন্ধ
ত্বক স্তিমিত কোমল
পথের শ্লোকে পথিক পথিক বাস লেগে
বিশ্বাসে বলিরেখা
জীবনের শেষ ঘাটে সহজিয়া সকল ধাঁধা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন