মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

প্রিয় কবি প্রিয় কবিতা * বীরেন্দ্র চট্টোপাধ্যায়



এই বিভাগে আমরা এমন দু-একটি  কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টিকরে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন  প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময়  বিখ্যাতই  হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ *চার  সংখ্যায় 'প্রিয় কবি  প্রিয়  কবিতা ' বিভাগের কবি হলেন  বীরেন্দ্র চট্টোপাধ্যায় |








আমার ভারতবর্ষ 


বীরেন্দ্র চট্টোপাধ্যায় 



আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের 

যারা সারাদিন রৌদ্রে খাটে,সারারাত ঘুমুতে পারে না 

ক্ষুধার জ্বালায় ,শীতে

কত রাজা আসে যায় ,ইতিহাসে ঈর্ষা আর দ্বেষ 

আকাশ বিষাক্ত করে 

জল কালো করে ,বাতাস ধোঁয়ায় কুয়াশায় 

ক্রমে অন্ধকার হয় 

চারদিকে ষড়যন্ত্র ,চারদিকে লোভীর প্রলাপ 

যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে 

মাটি কাপে সাপের ছোবলে ,বাঘের থাবায় ;

আমার ভারতবর্ষ চেনে না তাদের 

মানে না তাদের পরোয়ানা ;

তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় 

শীতে সারারাত চারিদিকের প্রচন্ড মারের মধ্যে 

আজ ও ঈশ্বরের শিশু ,পরস্পরের সহোদর 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন