জীবনের ব্যথা ব্যর্থতা সরিয়ে শেষ পর্যন্ত আশাবাদে সমুজ্জ্বল কবি মালা ঘোষ মিত্রের কবিতা।বিষণ্ণতার পথ পেরিয়ে ' অক্ষরেরা আহত হয়ে ফিরে আসে / বীণার তার বেজে ওঠে ' কবি শুনতে পান। তাই তিনি অনায়াসে বলেন 'এসো দরজা খুলি / ঝাপসা চোখে নিঃসঙ্গতাকে ভুলি।' পড়ছি -----
কবি মালা ঘোষ মিত্র-এর দুটি কবিতা
ভুলে থাকি
মৃত্যু নেই অনুভূতি
শরীরে লেগে থাকে উদাসীনতা
বিষন্নতা এসে ডেকে নিয়ে যায়,
নিস্তব্ধ হয়ে আছে আকাশের মেঘ
পাতা ঝরা পথ --------
দীর্ঘ হয় ছায়াপথ
অস্ফুট স্বরে কারা যেন কথা বলে,
অক্ষরেরা আহত হয়ে ফিরে আসে
বীণার তার বেজে ওঠে।
নৈঃশব্দের অভিঘাতে রাত্রি গভীর
হীরকদ্যুতি নিয়ে বয়ে চলে -----
ফুলের গন্ধ
এসো দরজা খুলি
ঝাপসা চোখে নিঃসঙ্গতাকে ভুলি।।
নক্ষত্র
ঝরে যাচ্ছে সমস্ত স্বপ্ন
মহামারীর কাল এক দীর্ঘ অজগর
প্রতিভার শরীর গ্রাস করছে,
তবুও সবই তো থাকে ----
একমুঠো মিঠেল বাতাস স্পর্শ করে
ছন্দ, সুরে আশাবরী আসে
আঁকা সব ছবি একলা হতে থাকে
মাঝে মধ্যে ঝাপটা আসে জলের
কাঁপতে থাকে কালির অক্ষরেরা
জড়িয়ে থাকে শব্দগুলোকেই
এসো নক্ষত্র মতন প্রতিবাদের খড়্গ বানাই।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন