' কী পরম তাপে রোজ ফুটো দিয়ে গণতান্ত্রিক / ঢেউ আসে! ' কবিতা ভাবনা কোন স্তরে পৌঁছলে এমন তন্ময় পঙক্তি উঠে আসে, ভেবে বিস্মিত হতে হয় । মেধা , মনন আর ছন্দের আশ্চর্য মিশেলে পড়ছি ---
কবি ধৃতিরূপা দাস-এর একটি কবিতা
ফুটো
বালতিতে ফুটো হয়ে আহা শ্রম গলে যাচ্ছে!
কুনো ব্যাং খসখসে আরেকটি বালতিতে গা
ঠেকাচ্ছে সামলাতে মানুষিক ব্যর্থতাকে
সহজ কি হল তাই পতনের প্রেমে বর্ষা?
জল দিল ওজনের নিরাপদ নিম্নাভিমুখ
বৃষ্টিতে ওই দিকে ঝুঁকলো যে সাদা ফুলটির
রং দেখি কী নিঃস্ব! তবু তার আলোর অসুখ
পোড়াচ্ছে,আলোকের নিরাপদ ভাগ নিচ্ছি
শ্রম বৃথা যাচ্ছে না এই ভেবে স্নান করি রোজ
স্নান করি না ভেবেও,পাখি স্নান করছে দেখে
বাইরে যে জলাশয় কিংবা এ কৃষির ভেতর
হাওয়াদ্বয় পথ পেয়ে পৌঁছল ভারসাম্যে
কী পরম তাপে রোজ ফুটো দিয়ে গণতান্ত্রিক
ঢেউ আসে! ঢেউ কাড়ে নদীটির মনঃস্থ দিক


বড়ো মরমী ভাবনা, সম্ভাবনাময় শব্দ দিয়ে সাজানো, খুব ভালো লাগলো
উত্তরমুছুনপাঠকের মতামত মাথায় করে রাখি
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন