মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পল্লব গোস্বামী

 


' একটি মৃত্যুর কপালে লেখা থাকে আরেকটি জন্মের জয়তিলক ' এমন দৃঢ় বিশ্বাসে  জীবনের মানে খুঁজতে চান তরুণ কবি পল্লব গোস্বামী | পাখির প্রতীকে জগতপ্রপঞ্চের ভেতর আত্মার ডাক শুনতে পান কবি ,তাই বলেন  'তার ডাকে জেগে উঠেছে আমার ভিতরকার রামপ্রসাদ ,রামকৃষ্ণ ' পড়ছি----


 

কবি পল্লব গোস্বামী-র দুটি কবিতা


পাখি ও প্রপঞ্চ 

 

একটি পাখির ডাক আমাকে পাগল করেছে - 


তার ডাকে জেগে উঠেছে ভীত ভিতরকার 

রামপ্রসাদ,রামকৃষ্ণ | আমি স্নিগ্ধ সকালের 

মতো এক পৃথিবীতে শাক্তপদ নিয়ে বসে 

আছি | চারদিকে ঝরে পড়ছে, সুর- রস -আলো |

অনন্ত অক্ষরপ্রতিমা আমাকে আলো দিচ্ছেন | 

আর আমি সেই আলো মেখে, করে চলেছি শক্তির সাধনা | 


সাধনভূমিতে পাখির চরণপদ্ম এসে পড়েছে |

সেখানে রক্তিম ত্রিভুজ |আমার জন্ম ,মৃত্যু 

ও বিরহ লেখা |


আমি জানি , মৃত্যু অবিনশ্বর | জীবনও | শুধু 

মানুষ আসে | মরে যায় | একটি মৃত্যুর 

কপালে লেখা থাকে আরেকটি জন্মের 

জয়তিলক | 


তিলক কেটে আমি কি তবে আজ গৌরীমূর্তি গড়বো ? 

নাকি প্রসব করবো 

পদ্মমুণ্ড সন্তান ? 


উত্তর পাইনা | শুধু পাখি আসে | 

আমাকে নিমজ্জিত করে যায় 

অমোঘ বাৎসল্য রসে | 


আমার কাছে , পাখিই আকাশ | পাখিই 

বাতাস | পাখিই সপ্তমাতৃকা | 

আবার , 

পাখিই প্রকৃতি হয়ে ওঠে ...





 





   



শিকড় 

   

মহুলবনি থেকে ফেরার পথে মনে হচ্ছিল

প্রবীর মুর্মু , যেন এক :  দীর্ঘ অশ্বত্থ গাছ 

সারা গায়ে তার

কাঠবেড়ালি,নেউল ছানাদের ছুটোছুটি

সারাক্ষণ  

দুটি টসনা পাখির 

ঘুরঘুর


ঝাঁকড়া মাথায় 

কত রকমের 

লতাপাতা,ঘাসফুলের বাসা 


দুপাশারি শ্যাওড়া আর গাব গাছের বন

অথচ, গাঁয়ের এয়ো মেয়েরা  

স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে 

তারই গায়ে 


মেলার মাঠে সেজে উঠেছে ,ধামসা-মাদল -মেগো 

শুরু হয়েছে , টিয়া নাচ

                     বাঘ নাচ 

প্রবীর মুর্মুর 

          শিকড় ছড়িয়ে পড়ছে

              মাটির গভীর থেকে 

                 ক্রমশ আরও গভীরে ....



 পল্লব গোস্বামী-র কবিতার বই 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন