পাঠকের চোখে : শারদীয় * ১৪২৮ * স্বরবর্ণ * ৪
কেমন হল ' স্বরবর্ণে'র পুজোসংখ্যা? এ বিষয়ে ব্লগে অনেকেই মতামত দিয়েছেন । আবার ব্লগে সড়গড় না হওয়ায়, অনেকে সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে মতামত জানিয়েছেন। ফোনেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া, এ সংখ্যার কবি লেখকেরা অনেকেই তাঁদের নিজস্ব ওয়ালে সংশ্লিষ্ট লেখাটি শেয়ার করেছেন। সেখানেও অনেকে মতামত দিয়েছেন। সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সকল পাঠককে জানাই আন্তরিক ধন্যবাদ।
ব্লগে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া মতামতগুলি হাতের কাছে থাকায়, ক্রমান্বয়ে সেগুলি সকলের সঙ্গে শেয়ার করব। আজ কয়েকটি -----
স্বপন নাগ লিখেছেন ---
কবিতা, গুচ্ছকবিতা, কবিতা বিষয়ক গদ্য, গল্প, বড়গল্প, উপন্যাস দিয়ে বড় যত্নে সাজানো "স্বরবর্ণ"-র এ সংখ্যাটি। 'প্রিয় কবি প্রিয় কবিতা'-য় বীরেন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য সংযোজন। শুরু থেকে শেষ অবধি অনুভব করি পত্রিকাকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে সম্পাদনায় নিষ্ঠা ও শ্রমকে। প্রতিটি লেখার শুরুতে পত্রিকাপক্ষের ছোট্ট অথচ সুন্দর ভূমিকাটিও 'স্বরবর্ণ'-র আইডেন্টিটি। কোনরকম দায়সারা তো নয়ই, বরং পারিপাট্যের নেপথ্যে যে ভালোবাসা ধরা পড়ে, তাকে শ্রদ্ধা জানাই।
সুজয় যশ লিখেছেন ---- বেশ কিছু লেখা পড়েছি, এখনো সবটা শেষ হয়নি। তবু যতটা পড়েছি, প্রত্যেকে ভীষণ সুন্দর লিখেছেন। ' স্বরবর্ণ 'একটি চমৎকার সাহিত্যের মঞ্চ। শুভকামনা।
প্রশাংত বিপ্লবী নীলকমল সম্পর্কে লিখেছেন---- দুটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো। নীলদা হিন্দি কবিতার এক সুবিখ্যাত নাম। উনি বাংলা কবিতা লিখে মাঝে মধ্যে অবাক করেন। বাংলা সাহিত্যের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ভাব আছে। উনি বাংলা নিয়ে অনেক গবেষণা করেন।
পার্থপ্রতিম গোস্বামী ধৃতিরুপা দাস সম্পর্কে লিখছেন ---- বড়ো মরমী ভাবনা, সম্ভাবনাময় শব্দ দিয়ে সাজানো, খুব ভালো লাগলো।
তৈমুর খান দীপংকর রায়ের উপন্যাস সম্পর্কে লিখেছেন---- জীবন যে কত কষ্টের, কত সংগ্রামময় তাই এখানে এসে বোঝা যায়। উপলব্ধির কাছে ভাষা হারিয়ে যায়।
( আগামীদিন )
পাঠকের চোখে : শারদীয় * ১৪২৮ * স্বরবর্ণ * ৪
কেমন হল ' স্বরবর্ণে'র পুজোসংখ্যা? এ বিষয়ে ব্লগে অনেকেই মতামত দিয়েছেন । আবার ব্লগে সড়গড় না হওয়ায়, অনেকে সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে মতামত জানিয়েছেন। ফোনেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া, এ সংখ্যার কবি লেখকেরা অনেকেই তাঁদের নিজস্ব ওয়ালে সংশ্লিষ্ট লেখাটি শেয়ার করেছেন। সেখানেও অনেকে মত প্রকাশ করেছেন। সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সকল পাঠককে আন্তরিক ধন্যবাদ।
পাঠ প্রতিক্রিয়ার আজ দ্বিতীয় পর্ব। উপরের লিংকে ক্লিক করলে সম্পূর্ণ পাঠপ্রতিক্রিয়া একসঙ্গে পড়া যাবে।
চিন্ময় গুহর একটি কবিতার উপর পারমিতা ভৌমিকের আলোচনা পড়ে কল্পোত্তম লিখছেন ---- কবিতার উপর এই আলোচনা সত্যিই অপূর্ব। পড়ে খুশি হলাম ।
গৌরীশঙ্কর দে দেবাশিস সাহার উপন্যাস 'ধুলোর সিংহাসন'পর্ব ৪ পড়ে জানাচ্ছেন---- অসামান্য। এই হ্যালুসিনেশন উপন্যাসের এই পর্বে এক ভিন্ন মাত্রা সংযোজন করলো। অশোকের রিয়েলিটি একটি ফ্রেমে তবু ধরা যায়। কিন্তু প্রয়াগে হর্ষবর্ধনের সঙ্গে কথোপকথন অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে বিষয়টিকে। আপনাকে আমার নতজানু অভিনন্দন।
রাহুল দাশগুপ্তর গল্প পড়ে জয়ন্ত ঘোষাল লিখেছেন--- 'গতি' একটি অসাধারণ ছোটগল্প । সংক্ষিপ্ত লেখক পরিচিতিতে সম্পাদক ঠিকই লিখেছেন--যিনি কখনো আঁকা শেখেননি ,গল্পটি পড়লে তাঁর হাতও রং তুলি স্পর্শ করতে চাইবে । আমি সম্পূর্ণ একমত ।
সব্যসাচী মজুমদারের দীর্ঘ কবিতা পড়ে দীপক হালদার জানাচ্ছেন--- এগিয়ে চলো ভাই ।সময়, আমাদের যা শেখাচ্ছে তার প্রেক্ষিতে কবির হাতে কথা উঠে আসে । অতি সাম্প্রতিক কালের নবারুণ ভট্টাচার্যের কথা মনে আসছে । সোজা সাপটা কথা বলার দিন এলো বোধ করি । ভালো থেকো ।
উদয়ভানু চক্রবর্তীর গুচ্ছ কবিতা সম্পর্কে অজয় ঘোষ-এর মন্তব্য--- অনবদ্য একগুচ্ছ কবিতা পাঠ করলাম। মুগ্ধতা অফুরান।
শিশিরবিন্দু দত্ত পার্থপ্রতিম গোস্বামীর কবিতা সম্পর্কে লিখছেন---- আমিও তো এমন করে বলি।কবিতাদ্বয় মরমী মিউজিক যেন। খুব ভালো লাগলো। যোগাযোগ রাখবেন আপনার হৃদয়ের। আমার ঢেউ খেলানো শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সব সময়।
নাম জানাননি এমন একজন শর্বরী চৌধুরীর কবিতা সম্পর্কে লিখছেন--- খুবই মর্মস্পর্শী লেখা।
চন্দন রায়ের কবিতা পড়ে অজয় ঘোষ লিখেছেন---- অসামান্য রচনা। এমন কবিতা পড়ার পর কোনও মন্তব্য যথেষ্ট নয় বলে মনে করি।
দীপঙ্কর বাগচীর গুচ্ছকবিতা সম্পর্কে নাম জানাননি এমন একজন লিখছেন ---গভীর ছুঁয়ে গেল... আমাদের শকুন জন্মের পদাবলী কথা...
মৃন্ময় মাজী সম্পর্কে কৌশিক সেন লিখছেন--- সহজগম্য অথচ বলিষ্ঠ কলম।
( আগামীদিন )
পাঠকের চোখে : শারদীয় * ১৪২৮ * স্বরবর্ণ * ৪
কেমন হল ' স্বরবর্ণে'র পুজোসংখ্যা? এ বিষয়ে ব্লগে অনেকেই মতামত দিয়েছেন । আবার ব্লগে সড়গড় না হওয়ায়, অনেকে সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে মতামত জানিয়েছেন। ফোনেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া, এ সংখ্যার কবি লেখকেরা অনেকেই তাঁদের নিজস্ব ওয়ালে সংশ্লিষ্ট লেখাটি শেয়ার করেছেন। সেখানেও অনেকে মত প্রকাশ করেছেন। সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সকল পাঠককে আন্তরিক ধন্যবাদ।
পাঠ প্রতিক্রিয়ার আজ তৃতীয় এবং শেষ পর্ব। উপরের লিংকে ক্লিক করলে সম্পূর্ণ পাঠপ্রতিক্রিয়া একসঙ্গে পড়া যাবে।
শতদলকথক পুজোসংখ্যার ' সম্পাদকীয়'তে লিখছেন এককথায় স্বরবর্ণ সুসম্পাদিত, তাই সুন্দরও। ভালো লাগলো সৈয়দ কওসর জামাল চন্দন রায় কৌশিক সেন দীপিতা চ্যাটার্জী ধৃতিরুপা দাস শর্বরী চৌধুরী সুদেষ্ণা ব্যানার্জি মৃন্ময় মাজী সব্যসাচী মজুমদার ও দেবাশিস সাহার কবিতা। বিশেষ ভালো লাগলো ' প্রিয় কবি প্রিয় কবিতা' বিভাগটি, যেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় উচ্চারিত। সম্পাদক- লেখক-পাঠক সকলকে শুভেচ্ছা জানাই।
গৌরীশংকর দে-এর কবিতা সম্পর্কে কিংকর দাস লিখেছেন শুভেচ্ছা ও অভিনন্দন। দুটি কবিতাই-ই অমূল্য রতন।
বিজয় সিংহ-এর কবিতা পড়ে চিত্রা সরকার লিখছেন অসাধারণ বললেও কম বলা হয়। মুগ্ধতা রয়ে গেল।
সৈয়দ কওসর জামাল-এর কবিতা সম্পর্কে রাজীব দে রায় এর মন্তব্য চমৎকার দাদা।
অমিত চক্রবর্তীর কবিতা পড়ে বিশ্বাস আশুতোষ জানাচ্ছেন অনাবিল আনন্দ পেলাম।
শীলা দাশ-এর কবিতা সম্পর্কে নাম জানাননি এমন একজন পাঠক লিখেছেন অপূর্ব দুটি কবিতা। মনের ভেতরে শব্দের খেলা। অনুভবের আবেশ।
সুজয় যশ-এর কবিতা পড়ে হারাধন চৌধুরী লিখছেন সুজয়ের এত ভালো কবিতা আগে পড়িনি আমি! মুগ্ধ করে এমন লেখা। কবিতা দুটি বোধহয় পাঠককে তাঁর পুজোর উপহার।
সুদেষ্ণা ব্যানার্জীর কবিতা পড়ে অজন্তা মিত্র লিখলেন দ্বিতীয় লেখাটা ভীষণই ভালো লাগলো।
দেবার্ঘ সেন-এর কবিতাগুচ্ছ পড়ে রতন পালিত লিখছেন কবিতার রস যখন মনের গভীরে পৌঁছে যায়, সে কবিতা নিয়ে আলাদা কোনও মন্তব্য করার প্রয়োজন পড়ে না।
কৌশিক সেন-এর কবিতা নিয়ে অনিমেষ দাশগুপ্ত লিখছেন 'মায়া জন্ম ' প্রচন্ড ভালো লাগলো।
শিমুল আজাদ-এর কবিতা সম্পর্কে কল্পোত্তম লিখছেন কবিতা পড়ে মুগ্ধ হলাম। রাধাকে নিয়ে এমন সুন্দর কবিতা ইদানিং চোখে পড়ে না খুব একটা।
দীপিতা চ্যাটার্জির কবিতা পড়ে নার্গিস পারভিন লিখেছেন খুব ভালো লাগলো। অভিনন্দন আর শুভেচ্ছা।
স্বপন নাগ-এর কবিতা সম্পর্কে দেবলোক-এর মন্তব্য দুটো লেখাতে কী এক ঘোরলাগা বাস্তবতা।
বিশ্বনাথ পাল-এর গুচ্ছকবিতা সম্পর্কে মৌসুমী গোস্বামী চক্রবর্তী লিখেছেন খুব ভালো লাগলো পড়ে।
তপন পাত্র-এর গল্প পড়ে নাম জানাননি এমন একজন পাঠক লিখছেন গল্পের মধ্যে কী সুন্দর ভাবে বর্তমান সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সত্যিই অসাধারণ।
মোহাম্মদ হোসাইন -এর কবিতা সম্পর্কে জবা ভট্টাচার্য লিখেছেন দুটো কবিতাই অনবদ্য। প্রথম কবিতায় নারী..শুভশক্তি... ভালোবাসা...সব একাকার হয়ে গেছে। বড্ড ভালো লাগলো। অভিনন্দন।
পায়েল শেঠ-এর কবিতা পড়ে নিমাই জানা লিখছেন পড়লাম। অসাধারন দুই কবিতা । আপনার এমন কবিতার গতিপথ ভালো লাগে।
সপনা সাহার কবিতা সম্পর্কে অশোক কুমার-এর মন্তব্য মন প্রফুল্ল হলো।
তাপস কুমার মন্ডল-এর কবিতা পড়ে গৌরব বিশ্বাস লিখছেন মারাত্মক লেখনী। অন্তর্নিহিত অর্থ অসাধারণ।
সতীন্দ্র অধিকারীর কবিতা সম্পর্কে প্রদীপ্ত লিখছেন তোমার কবিতা ভাবনার সাথে আমার ভাবনা মিলে যায়। তাই তোমার কবিতা এত পছন্দ করি। ভালো থেকো সতীন্দ্র। আরো এগিয়ে চলো। ভালোবাসা নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন