মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পুন্যব্রত গোপ


'একটি গান ভেসে ওঠে কানে,/ তারপর আমি বাকরুদ্ধ, এটা কার জয়ধ্বনি?' কবিতার রহস্যময়তার জয়ধ্বনি কান পেতে শোনার চেষ্টা করছেন তরুণ কবি পুণ্যব্রত । তাঁর প্রতিশ্রুতি আরও পরিণতিতে গড়াক....আপাতত পড়ি -----



কবি পুন্যব্রত গোপ-এর দুটি কবিতা 


মুক্তি চাই ! 



এইযে আমার অনন্ত যৌবন চাই মুক্তি, 

শেষরাতে অন্ধ হয়ে পড়ি কাজ করেনা কোন যুক্তি ।

একটি গান ভেসে ওঠে কানে , 

তারপর আমি বাকরুদ্ধ, এটা কার জয়ধ্বনি ?


ঈশ্বরের যত ছল চাতুরী ,

ভগবান কে বানাতে চাই প্রতিবন্ধী ।

সব মহৎ তার শেষ হয়ে যায় 

গোপন স্বার্থসিদ্ধি যখন চরম প্রাপ্তি ।


শরীরে নেমেছে ক্লান্তি তবু দুই চোখে নেই ঘুম ,

জানালার সামনে দাঁড়িয়ে আমি, 

অন্ধকারাচ্ছন্ন শহর, পৃথিবী নিরব ,

আকাশ নিরব , নিরব আমি কই !


শুধু এই কথাটুকু হৃদয়ে জ্বলে উঠুক , 

তোমার চরম মুক্তি ,

সভ্যতার মশাল জ্বালুক । 

প্রাপ্তি নয় মুক্তি , যদি হয় বিষাক্ত হৃদয়ের সঙ্গে সন্ধি ।


                     

বাস্তবতা 


তোমার নগ্ন আকাঙ্ক্ষাগুলো দিচ্ছে ডাক , 

এটার যুদ্ধ নয় , কাপুরুষের তার বৈশিষ্ট্য ভাই ।


শিরদাঁড়াটা শক্ত রেখে 

লড়াই করো নিজের সাথেই ।


দৃষ্টান্ত আছে সামনে , 

চোখ ফিরে তাকা একবার বিফল করতে পারেনি তাদের ।


সমাজ চলবে নিজের খেয়ালে , 

তবুও ধ্বংস করতে পারবে না তোর বিশ্বাসকে ।


দুঃখ-কষ্ট রাগ অভিমান, 

ভালোবাসা থাকুক মনের এক কোনে ।


বাস্তবতা নিয়ে এগিয়ে চল 

জয় হবে তোর ওখানেই । 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন