রবিবার, ১৪ আগস্ট, ২০২২

শর্মিষ্ঠা ঘোষ

 


শর্মিষ্ঠা ঘোষ / দু'টি কবিতা 

আত্যয়িক 


অথচ 

আমার কোনো দোষ ছিল না 

তুমি অজস্র যোনি মেলে ধরেছ

ভাদরের কুত্তার মতো চাটছি বাতাস 

গলায় ঘুঘুর ঘুরুর ঘুরুর শব্দ 

তোমার বলির পাঁঠার কাঁপন

আর স্টেশনের দুরন্ত ট্রেন 

আমায় গতির লোভ দেখালে

আদরে আদরে তুমি রাই

বাতাসের ঘন শ্বাসে আমি ঘনশ্যাম

পুতনা কাঁদে, অহল্যা নাচে

ব্যথার আনন্দে, আনন্দের ব্যথায়

ছাতিমফুলে ভ্রমরার চতুর আঠা...






পদক্ষেপ 

এগিয়ে যাওয়ার খেলা 

কে কাকে কতটা পিছিয়ে দিতে পারে

একট  পায়ের সাথে আরেকটির

প্রতিযোগিতা অবিরাম চলতেই থাকে 

আর

আমি হেঁটে যাই জন্ম থেকে মৃত্যুর দিকে 

কিংবা

মৃত্যু থেকে জন্মে...


********************************************************************************************



 শর্মিষ্ঠা ঘোষ

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


1 টি মন্তব্য: