শনিবার, ১৩ আগস্ট, ২০২২

দেবদাস রজক



দেবদাস রজক / দু'টি কবিতা 

রোজ


নিত্যদিন ফিরে ফিরে আসি ঘরে

এ ঘর শূন্য হয়ে যায় রোজ


বাবা গেছে চাঁদের বাড়ি, চাঁদও ডুব দেয় তমাল তলায়

ফুল ফোটে, ঝরে যায়, তবু ফোটে কেন রোজ?

প্রত্যহ খুলে নিই চোখ, তাই কি চোখ বুজি!


ঘরে ফিরি, ফাঁকা হয় ঘর। পর্দা নামাই পর্দা তুলি

ফটক খুলে দাঁড়াই সদরপ্রান্তে

শব্দরা কানে বাজে, মিলিয়ে যায়

সব পাখিদের শুরু হয় খোঁজ...









ললাটে নৌকা আঁকা

আমাদের দুজনের মাঝে আরও একটা তুমি ছিলে!

কালের নিয়মে ভেঙেছে সিঁড়িঘর,

চুনঝরা দেয়ালে এসেছে বিচিত্র ফড়িং


কুয়াশা ঘেরা বাদামি ভোর

তার আশেপাশে ধোঁয়ার মতো ভেসে উঠে

কপালে নদী, হাতে ত্রিশূল, কমন্ডলু নিয়ে রোজ এসে দাঁড়াও


আমি কাঁপনি দিয়ে উঠি

সেই রাত এই রাতে বিস্তর ফারাক জেনেও 

মাথার ভেতর ঢুকিয়ে নিচ্ছি ফিরে আসা কোনও ঝুরঝুরে ট্রাম

যার পাদানি থেকে নেমে আসছ তুমি, ললাটে নৌকা আঁকা 


আজ সূর্যহীন সময়ের চাদরে

নিজেরই বুকে দেখি দাঁড়ের অনন্ত চিৎকার কোলাহল



***********************************************************************************************



দেবদাস  রজক

দেবদাস রজকের জন্ম মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে।‌ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং কাব্যসাহিত্যে গবেষণা ( এম. ফিল.) সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। কবিতা লেখার পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ লিখে চলেছেন। তাঁর 'এক বাতাসের ছবি', 'বেরঙা শূন্য ফাগুন', 'ভাড়াটে শহর', এই তিনটি কবিতাগ্রন্থ রয়েছে। 'ফিরে দেখা' একটি গল্প সংকলন। একাধিক পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। ২০২১ সালে মুর্শিদাবাদ থেকে পেয়েছেন 'পন্ডিত দাদাঠাকুর স্মৃতি' পুরস্কার।

1 টি মন্তব্য: