দেবদাস রজক / দু'টি কবিতা
রোজ
নিত্যদিন ফিরে ফিরে আসি ঘরে
এ ঘর শূন্য হয়ে যায় রোজ
বাবা গেছে চাঁদের বাড়ি, চাঁদও ডুব দেয় তমাল তলায়
ফুল ফোটে, ঝরে যায়, তবু ফোটে কেন রোজ?
প্রত্যহ খুলে নিই চোখ, তাই কি চোখ বুজি!
ঘরে ফিরি, ফাঁকা হয় ঘর। পর্দা নামাই পর্দা তুলি
ফটক খুলে দাঁড়াই সদরপ্রান্তে
শব্দরা কানে বাজে, মিলিয়ে যায়
সব পাখিদের শুরু হয় খোঁজ...
ললাটে নৌকা আঁকা
আমাদের দুজনের মাঝে আরও একটা তুমি ছিলে!
কালের নিয়মে ভেঙেছে সিঁড়িঘর,
চুনঝরা দেয়ালে এসেছে বিচিত্র ফড়িং
কুয়াশা ঘেরা বাদামি ভোর
তার আশেপাশে ধোঁয়ার মতো ভেসে উঠে
কপালে নদী, হাতে ত্রিশূল, কমন্ডলু নিয়ে রোজ এসে দাঁড়াও
আমি কাঁপনি দিয়ে উঠি
সেই রাত এই রাতে বিস্তর ফারাক জেনেও
মাথার ভেতর ঢুকিয়ে নিচ্ছি ফিরে আসা কোনও ঝুরঝুরে ট্রাম
যার পাদানি থেকে নেমে আসছ তুমি, ললাটে নৌকা আঁকা
আজ সূর্যহীন সময়ের চাদরে
নিজেরই বুকে দেখি দাঁড়ের অনন্ত চিৎকার কোলাহল
***********************************************************************************************



ললাটে নৌকা আঁকা - গভীর ভাবনার প্রতিফলন। অনবদ্য সৃষ্টি!
উত্তরমুছুন