শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শুভশ্রী রায়


 


শুভশ্রী রায় /  দু'টি কবিতা 


রহস্যময়ী 


কখনো আঁধার তোমাকে ঢাকে, কখনো তুমি তাকে ঢাকো

বিনা অজুহাতে নিজেকে অনন্ত রহস্যের কাছে স্থির রাখো

তোমাকে জড়িয়ে ধরেছে রাত্রি একা নয়, তার নিজস্ব পোষাকও

যেমন পারছে স্পর্শ করছে তোমাকে, ছুঁতে চাইছে কোমরের বাঁকও!

সমস্ত কাব্য, সমস্ত শাস্ত্র, গভীর উচ্চারণ তোমার সামনে আনত

রাতের চেয়েও গূঢ় পরাশক্তি তুমি, খুলবে তোমার ভাঁজ সে কোন মন্ত্র?


                            









অপথ


ভাঁজ করা চেনা রাস্তা ছিল তোমার পকেটে

আমি নির্বোধ, আসক্ত রমণী

ভালোবেসে মত্ত শিরা ও ধমনী!

পাইনি রাস্তা বা তোমাকে, তবু বলি সখেদে

আমার হৃদয়ের পথে করেছ গমনই

মুহূর্তটি খচিত হয়ে আছে আমার লকেটে।


**********************************************************************************



শুভশ্রী রায়

জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন  উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।

                        

২টি মন্তব্য: