মধুমিতা বসু সরকার / দু'টি কবিতা
বিচ্যুতি
এভাবেই বিচ্যুতি লিখি -----
ফিশপ্লেট খুলে যাওয়া যাত্রীবোঝাই আস্ত ট্রেন
বুকের ভিতর ঢুকে যায় -
তোয়াক্কা করা জরুরী ছিলনা তবু
মাথুরের বিষাদ নিয়ে রাধিকার অনন্তবিলাপ
হে সখী,হামারি দুখের নাহি ওর --
একান্ত আমার গহীন নিয়ে বিদ্যাপতি বা গোবিন্দদাস
কোনও পদ বা আপাতবিলাপ
এসব আলাপ বিলাপ গহীনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে
কোনও আলপথ রাখেনি -
কিছু পোড়ামাটি টেরাকোটা কাজ
আমিও তো একই ট্রেনের সহযাত্রী ছিলাম -
গহীন জানে আমার গন্তব্য ছিল কোনও এক
প্রত্যন্ত গ্রামে শমীবৃক্ষের আশ্রয় -
বিষাদঘন মূহুর্ত সকল ততোধিক আবেগঘন নয়
হয়তোবা --
তাই হয়ত কেউ কখনোও বিষাদ লেখেনি -
অথবা মাথুর -_
ভিতরে ভিতরে ভীষন দুঃখ ভারাতুর স্বত্বেও ---
কবিতা বিচ্যুতি
কবে তৃষিত এ মরু----
ম্যাকডুয়াল হুইস্কির বোতলে ডুবে আছে তোমার
রমণশূন্যতা ও স্মৃতিবিভ্রম -
তোমাকে প্রদক্ষিন করে যে নারী তিনি
অরজঃস্বলা
কিনা জানিনা -
প্রতিটি সঙ্গম দৃশ্যের মধ্যে একবার করে
ভারতবর্ষের মানচিত্র ফুটে উঠলে
প্রদক্ষিতা নারী রাজস্হানের থর মরুভূমি হাতড়ায় --
তোমার হতোদ্যম
প্রদক্ষিতা কে কতটা হতাশাগ্রস্ত করেছে
সেটা ভাবার বিষয় নয়--
তবু হুইস্কির বোতল ভেঙ্গে একবার দেখতে ইচ্ছে
হয় থর মরুভূমির প্রত্যেকটি নারী কি তৃষিতা??
*********************************************************************************



দুটি কবিতাই ভীষণ মর্মস্পর্শি।দ্বিতীয়টি বিশেষভাবে হৃদয় স্পর্শ করল।
উত্তরমুছুনঅপূর্ব দুটিই। দ্বিতীয়টি চূড়ান্ত।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব সুন্দর। অনন্য সৃজন।
উত্তরমুছুন