জবা ভট্টাচার্য / দুটি কবিতা
অলৌকিক উপাখ্যান
অবিরাম হাঁটছি
হেঁটেই চলেছি, ভাঙা সম্পর্কের সেতু ধরে।
প্রাচীনত্বের গন্ধমাখা হাওয়া
মারুবেহাগের আরোহী থেকে অবরোহে
বুকের তন্তু ছিঁড়ে--বয়ে যায় শনশনিয়ে।
অনন্ত ভ্রমন পর্বে আমি জাগরী
কতকাল ধরে মরেছি, মরেই চলেছি।
হাল্কা কুয়াশা ঘেরা দমবন্ধ চাঁদটার দিকে চেয়ে
একান্তে বলি--"তোমার জন্য বড্ডো মনকেমন করে"
স্বপ্ন দেখি আজও জানো--
জাগরুক এক অলৌকিক পথ ধরে ফিরছি
বুকের ভেতর তিলক কামোদ
ভাঙা রূপকথা বেয়ে অবিরল
গড়িয়ে নামে শ্রাবণজল।
সহসা মধুজন্ম তছনছ করা মন্দ্রস্বর--
"পলে অনুপলে খুঁজেছি তোমাকে-- অথচ তুমি--"
অনলবনের আগুন পাখি! তুমি!
তুরীয়ানন্দে আমি তখন কালবেলার বৃষ্টি----
বিভাব
আকাশের সোনালি ভাঁড়ারে
গা ছমছমে কালো মেঘ ঢুকে পড়ে--
কাল্পনিক ঈশ্বরের নিজস্ব ক্যানভাসে তখন
আঁকা হয়--
আলো, অন্ধকার, দুঃখ, সুখ
অখন্ড নিভৃতির ঋণ
অনন্ত আরোগ্য গান
অবারিত জেগে থাকা শোক
আয়নায় গুলিয়ে গেলে মুখের আদল
নিজের ছায়ার মত প্রিয় রাত
শরীর জুড়ে লেখে ঘুমহীন ক্ষত
লেখে, শাশ্বত জীবনের স্মৃতি---
তবুও দিনান্ত গড়ায়
ঝুঁকে পড়ে ফসিলের গায়ে
দেখি, প্রত্যাবর্তনের পথ
মুছে গেছে দারুণ ক্ষরায়।
*********************************************************************************************
জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই কলকাতায়। বিবাহ সূত্রে উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত সাজি, মান্দাস, বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। নিজের একটি কবিতা সংকলন আছে "মাধুকরী মন"।




প্রথম কবিতা 'অলৌকিক উপাখ্যান' খুব ভালো লাগলো দিদি
উত্তরমুছুন