মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নীল কমল



' অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে / আমার খুব চেনা সেই মুখখানি ' কবি নীল কমলের আঁকা সেই মুখখানি প্রতিবিম্বিত হয় পাঠক মনে । ব্যক্তি জীবনের নস্টালজিক অনুভূতি অনুরণিত হয়ে যায় সর্বজনীন ব্যথায় । পড়ছি ---



কবি নীল কমল-এর দুটি কবিতা


প্রতিবেশী


 চারতলার ছোট্ট ফ্ল্যাটে

দক্ষিণ জানালার বাইরে

মাথায় প্রচুর সবুজ নিয়ে 

দাঁড়িয়ে এক নারিকেল গাছ । 


জোড়া ফুলের তোড়া হাতে 

শীত গ্রীষ্ম বর্ষায় নির্বিকার,

একগুচ্ছ শিশু ডাব কোলে

কি আনন্দে দাঁড়িয়ে থাকে । 


এই দিনগুলিতেই বেড়ে যায়

কাঠবিড়ালিদের আনাগোনা 

উড়ে আসে মৌমাছিদের দল

বুলবুলিদের মিষ্টি ডাকাডাকি 

টুনটুনিদের দুরন্ত লাফালাফি । 


চারতলার ফ্ল্যাটের

দক্ষিণ জানালায় বাইরে 

মাথায় প্রচুর সবুজ নিয়ে 

দাঁড়িয়ে বছর তিরিশের 

যে নারিকেল গাছটি,

তারই প্রতিবেশী আমি । 


ক্রমশ ফেঁপে ওঠা কংক্রিটএর জঙ্গলে 

এক নারিকেল গাছ আমার প্রতিবেশী । 



কেমন আছো


পেয়েছি তোমার চিঠি 

অন্ধকার-ঘরে ঢুকেছে 

চেনা সেই স্বর্ণালী আলো । 


প্রতীক্ষার একটি যুগ

কাটিয়ে আমি উঠেছি, 


যন্ত্রণার দীর্ঘ পথ আমি

হেঁটে চলেছি অবহেলায় । 


অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে 

আমার খুব চেনা সেই মুখখানি

শব্দের মাঝখানে হাসি ঝিলমিল

চিঠির পাতায় পাতায় দেখো

কাঁপছে তোমার ভরা চোখের জল । 


তুমি কেমন আছো, 

বসন্ত এলে এখনও কি গ্রীটিং কার্ড লেখো-

শ্রাবণে দুচোখ ভরে আকাশের দিকে দেখো ? 


লিখেছ চিঠি এই ভাল,

জীবনের চলার পথে আমার কথা মনে আসে,

তোমার কাছের মানুষটি কি তোমায় ভালবাসে ? 




1 টি মন্তব্য:

  1. দুটি কবিতা পড়ে খুবই ভালো লাগল। নীল দা হিন্দী কবিতার এক সুবিখ্যাত নাম। উনি বাংলা কবিতা লিখে মাঝে মধ্যে অবাক করেন। বাংলা সাহিত্যের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ভাব আছে, উনি বাংলা নিয়ে অনেক গবেষণা করেন।

    উত্তরমুছুন