বলিষ্ঠ সাবলীল উচ্চারণে শব্দের মালা গাঁথেন কবিতায় তরুণ কবি মৃন্ময় মাজী। শব্দানুষঙ্গে অনুরণিত হয় কবিতার অন্তর্মাধুর্য ' যে পাখিটি উড়ে গেল তার কোনো রঙিন / ছিল না 'পাখিটি আসলে কীসের প্রতীক , কবিতাটি পড়ে দেখা যাক ----
মৃন্ময় মাজী-এর একটি কবিতা
উড়ে যাওয়া রঙ
যে পাখিটি উড়ে গেল তার কোনো রঙিন ছিল না
তার দুটো ডানা, দুটো চোখ, এক স্বপ্ন
চাইতো আকাশ
আকাশের কোনো রঙ নেই
কোনো হাত নেই
পাখিটি বুঝতে পেরে শেষে
উড়ে যাওয়া রঙে মিশে গেল।


সহজগম্য অথচ বলিষ্ঠ কলম
উত্তরমুছুন