' লিপি চিত্র পুরুষ আমার, আমি তার নারী ' এমন তন্ময়, মগ্ন উচ্চারণ শোনা যায় কবি দীপিতা চ্যাটার্জির কবিতায়। আলো-অন্ধকার, মান- অপমান সঙ্গে করেই জীবনের পথ চলা। তবু কখনো কখনো ' অলীক সম্মোহন ' ফিরে এলে কবি ' গোপন চাদরে ঢেকে ' নেন ' সমস্ত অপমান'। ' অবগাহন ' সারেন সৃষ্টি কাজে। পড়ছি ----
কবি দীপিতা চ্যাটার্জী-এর দুটি কবিতা
গুহালিপি
বোবা সময় যেন মন্দ ভালোর আখ্যান
কিছু আলো, অন্ধকারে বয়ে যায় জল
অলীক সম্মোহনে ফিরে আসে অপচয়
গোপন চাদরে ঢেকে দিই সমস্ত অপমান
তবু কেন বারবার পিছুটান ফিরে আসে
গণ্ডি পেরিয়ে সীমারেখা হয়ে ওঠে চরাচর
প্রশ্নের বালিতে অযাচিত নৈঃশব্দ শ্মশান
বিস্তীর্ণ ঝাপসা অন্ধকারে দুরূহ অক্ষর
অস্থি মজ্জায় অবুঝ বিপ্লব, মহামারী
লিপিচিত্র পুরুষ আমার, আমি তার নারী।
অবগাহন
যেভাবে নগ্নতা মেলেছ ধরে,
আয়নার কাছে নিকষ আঁধারে
ভয়াবহ অবয়বে, সলজ্জিত আলো
খোলসের আড়ালে, দীপ্তি জমকালো
চক্ষুলজ্জা যবনিকা টানে, উল্লসিত মুখ
নৈঃশব্দের ঘেরাটোপে কুপমণ্ডূক
অপরিপক্ক শিকারির ছানির পরতে
সামান্য শব্দ বুঝি -
আত্মহননের পরিপাটি গল্প হয়ে ওঠে...
প্রকাশিত কাব্যগ্রন্থ.. মেঘ বৃষ্টির উপাখ্যান


ভীষণ ভালো লাগলো ❤️🙂
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনবাহ্। প্রথম লেখার শেষটুকু বিশেষ করে চমৎকৃত করল
উত্তরমুছুনখুশি হলাম। ভালোথেকো
মুছুনখুব ভালো লাগলো। অভিনন্দন আর শুভেচ্ছা
উত্তরমুছুনখুশি
মুছুনদুটি কবিতাই সুন্দর। অনেক অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুন