মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পার্থ প্রতিম গোস্বামী



কবিতা এক অব্যক্তের ভাষা । তাকে ছোঁয়ার , দেখার আকুলতা কবিমনকে ব্যাকুল করে তোলে  কবি পার্থ প্রতিম গোস্বামী সেই অব্যক্তকেই যেন ব্যক্ত করতে চাইছেন এইসব শব্দবিন্যাসে ' তুমি কি এসেছো /  তবে কার ডাকে ভেঙে গেল ঘুম / জেগে থাকা জুড়ে থাকে এ কী আলো / গন্ধ ,বর্ণ ,দৃশ্য সমারোহ '...পড়ছি ----



কবি পার্থ প্রতিম গোস্বামী-র দুটি কবিতা  


ডাক


তুমি কি এসেছো 

তবে কার ডাকে ভেঙে গেল ঘুম 

জেগে থাকা জুড়ে থাকে এ কী আলো

গন্ধ, বর্ণ, দৃশ্য সমারোহ ।


তুমি আসো নি কি

তাই জেগে ওঠে ঘুমের মধ্যে আরও ঘুম 

আলোর মধ্যে আলো, 

দৃশ্য, বর্ণ, গন্ধ, এক প্রকান্ড বিদ্রোহ। 


তবে কে বাজায় মন

বাঁশীর মতন ফুঁয়ে 

কেঁদে কেঁদে ওঠে 

কেঁপে কেঁপে ওঠে দেহ  ||



কাছে থাকা 


কাছে থাকা কাকে বলে

কাকে বলে দূরে চলে যাওয়া

যেমন ছাদের পাশে

হাত ধরে রয়েছে আকাশ

কত তারা, কত তারা

চাঁদ নেই 

তবু আবছা আলো

নদীর ওপর নৌকা

রাত জাগে লন্ঠনের কালো

কুমোর পোকার মতো 

মাটি তুলে তুলে দিনরাত

বানাচ্ছে রাজার প্রাসাদ

তাতে অজস্র কুঠুরি 

কিছু শব্দ পা ফ্যালে

কিছু শব্দ দিনের আলোয় 

দৃশ্যহীন বিহ্বল জোনাকী 


তুমি কি আমার কাছে থাকো 

আমি কি তোমার কাছে থাকি ?




৫টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. অনেক শ্রদ্ধা,ভালোবাসা, আর প্রাণভরা শারদ শুভেচ্ছা রইলো

      মুছুন
  3. আমিও তো এমন করে বলি। কবিতাদ্বয় মরমী মিউজিক যেন। খুব ভালো লাগলো। যোগাযোগ রাখবেন আপনার হৃদয়ের। আমার ঢেউখেলানো শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন সব সময়.....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মন্তব্যের আলো ভরে দিল হৃদয়। খুব ভালো থাকু।। প্রাণভরা শুভকামনা রইল।

      মুছুন