মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

শীলা দাশ



' জলের ওপর নিঃশব্দ অশ্রুপাত / রঙিন পোশাকে এক আশ্চর্য যাযাবর / চোখ তার কখন নদী হয়ে / চলে গেছে ' জীবনের কোনো এক ' আবির সকালে ' রোমান্টিক কবিমন এভাবেই হারিয়ে যায় পরিব্যাপ্ত জগৎ সংসারের ছড়ানো ছেটানো জগৎরেণু কুড়োতে । পড়ছি ----



কবি শীলা দাশের দুটি কবিতা 


আবির সকালে


শিশির অশ্রুজলে চলে দূর্বাদলে

সকালেই মনখারাপের মাটিগন্ধ

জলের ওপর নিশব্দ অশ্রুপাত

রঙিন পোশাকে এক আশ্চর্য যাযাবর

চোখ তার কখন নদী হয়ে

চলে গেছে

দূরে বহুদূরে নদীর ভাষায়

শৈবালকথা,স্বপ্নভাঙা রোদ,

শিশিরপ্রার্থনা,দুচারটি অনুচ্চারিত

প্রশ্নমালা,ইচ্ছেরাশি মুষ্ঠিবদ্ধ

হাত থেকে খসে যায় আবির

সকালে।



পোড়া একতারা


মুঠো ভরা ধুতরো ফুল নিয়ে

এক রৌদ্র যুবক নাগরিক লিপিতে লিখে

গেছে অভিমানের আগুন লিখন

মুখে তার ভেঙে পড়া রোদ

রূপোর কলিজা বুকে পোড়া

একতারা

কপালে ক্ষতচিহ্ন রাংতামোড়া

পাশে হলুদপাখির ডানাভাঙা পালক

দগ্ধ ডানার উড়ানে নামে

বিষাদকোলাজ

পরিযায়ী ক্লান্ত মেঘের মাথায়

পাঁজর ভেঙে নেমেছে জলের কান্না।



 প্রকাশিত কাব্যগ্রন্থ


গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই

রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ

নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে

পৃথিবীর বয়সিনী মেয়ে * প্রেমকাব্য ও সনেটগুচ্ছ


প্রবন্ধ সংকলন

শ্লীল অশ্লীল প্রগতিশীল


শ্রুতিনাটক

শ্রুতিকথামালা

পঞ্চনাটিকা



৪টি মন্তব্য: