কবি রেবা সরকার-এর দুটি কবিতা
দূর থেকে দেখি
দূর থেকে আন্দাজ করি বাতাসে কোলাহল
নিকট আকাশে বোমাবাজি
নদীর উপর সূর্যের ঝিকিমিকি
পরিসর হারিয়েছে তৃণভূমির।
সবুজ অবুঝ আমাদের গ্রাম
এখনো সততা হারায়নি
বিকলতা ভার কমিয়ে দেয়
কিন্তু সর্বদা ঘুরছে পৃথিবী।
আজকের চিন্তা
ভবিষ্যতের কথা ভাবতেই
ঘরের ছাদখানা কেমন কালো হয়ে যায়
নদীর জল পৌঁছতে পৌঁছতে
সাগর হয়ে ওঠে উদাস।
হিমালয়ের দিকে চোখ
মনে হয় ওখানেই আটকে আকাশ
আমাদের দেশ ভয়ানক সুন্দর।
***********************************************************************
রেবা সরকার
জন্ম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার পুটিমারী গ্রাম। পিতা ডাঃ নরেন্দ্রনাথ সরকার ,মাতা সারদা সরকার। স্থানীয় বিদ্যালয়ে ও আলিপুরদুয়ার কলেজে শিক্ষা লাভ করেন। বর্তমান বসবাস কলকাতা।
নীল ছায়ানট (২০১৪) , ঘূণপোকা (২০১৫) , স্বভূমে আমি একা (২০১৮) ,পরমান্ন সুখ (২০২০) তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। পেয়েছেন কিছু পুরস্কারও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন