বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

সুজয় যশ


 

কবি সুজয় যশ -এর দুটি কবিতা 


একটা দিন তুমি 


ধরো একটা দিন তুমি একা !

এখানে শহর নেই । মানুষ নেই । তোমার প্রিয় 

মুঠো ফোন --- সেটাও নেই ।

একা ! অর্থাৎ একাই ।

একটা ছিপছিপে গাছের তলায় 

তুমি দাড়িয়ে দাড়িয়ে ছায়াদের পরিধি

মাপছ । নিজেকে ছায়া থেকে রোদ্দুরে রেখে

দেখে নিচ্ছ নিজের ছায়ার মাপ ।

বড় থেকে ছোট হচ্ছে । ছোট থেকে বড় ।

তোমার ছায়ার ওপর দিয়ে লাল পিঁপড়ে 

কেমন নিজেদের মতো হেঁটে চলেছে ।

তুমি রোদ থেকে ছাওয়ায় আসলে

গাছের ঠান্ডা লাগতে থাকে । রোদ্দুর 

মাখতে গাছের শির ডগে বসে

পালকে ঠোঁট ঘষে যাচ্ছে একটা নতুন পাখি ।

তুমি কখনোই একা হতে চাওনি । তবু 

ভিতরে ভিতরে একা হয়ে গেছো অজান্তে ।

নিজের সাথে খেলতে খেলতে আজ

তুমি হেসে উঠলে । একা একা ।


ধরো আজ সারাটা দিন তুমি এভাবেই 

ঘাসের ওপর মেলে রাখলে নিজেকে ।

প্রজাপতিদের দেখে তুমি নিজের হাত দুটো 

অজান্তেই মেলে দিলে । তুমি ভাসছ 

নিজের ভেতর । নরম মেঘের মতো ।

মাটিতে মাটিতে মেঘের গন্ধ ।

ফুলের গন্ধ তোমার ছায়ায় ।

একদিন । এই একদিন । তুমি শিখে গেলে

ছায়া হতে । শিখে গেলে মেঘ ছুঁতে ।

শিখে গেলে নিজে নিজে ।


একা । অর্থাৎ একাই ।












প্রেমময় 


তুমি কখনো প্রেমে পড়েছ ?

আমি প্রেমে পড়ি রোজ .....

রোজ রোজ পোড়া ধূপের গন্ধের প্রেমে পড়ি ।

ভোরের আলোর প্রেমে যখন আকুল হয় মন 

প্রেমে পড়ি আবার

সহজাত পাখিদের সুরে ।

গাছের বাকল ছুঁয়ে অনন্ত প্রেম ।

সবুজ পাতায় রাখি অনাবৃত প্রেম ।

এত প্রেম তবু মেটে না মনের আকুতি ।

ধুলোর বুকে বৃষ্টির গন্ধে র প্রেম ,

আমি ভেসে যাই দিগন্ত শেষে রাখাল বাঁশির সুরে ।

শালিকের ঝগড়ায় খুঁজি প্রেম ।

আকাশের রঙে মিলে মিশে যাই ।

মেঘের ভেতরে বৃষ্টি মাখি নভঃশ্চর প্রেমে ।


এত প্রেম তবু কেন চোখে জল আসে !

হে প্রেমময় তুমি ছাড়া সব প্রেম অসহায় ।

যে প্রেম পায়নি ছুঁতে কেউ, দাও হে নাথ 

তোমার প্রসাদ করে ,

না হয় পূজার ফুলে ।

সব প্রেম বেঁচে থাক তোমার চরণে ।


*******************************************************************



সুজয় যশ 

জন্ম  ২৬ ডিসেম্বর ,১৯৮২ 
বর্ধমানের  হৈড়গ্রামে । একটি বেসরকারি সংস্থায় কর্মরত ।
ছোটবেলায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে প্রাণীত হন । কৃত্তিবাস , গির্বান , তারারা , লাবণ্য, নীলদর্পণ, মধ্যবর্তী ইত্যাদি লিটল ম্যাগাজিন ছাড়াও স্বরবর্ণ , ছায়াবৃত্ত  অনলাইন ওয়েবজিনে লিখেছেন ।মাঝে কর্ম জীবনের ব্যস্ততার জন্য সাহিত্যচর্চা বন্ধ ছিলো । আবার কবিতা লেখার অনুপ্রেরণা নতুন করে ফিরে পান স্ত্রী এবংপুত্রের কাছে ।
'সাহিত্যের কাছে আজীবন ঋণ থেকে যাবে এত সুন্দর করে জীবনকে চিনতে শেখার সুযোগ দেওয়ার  জন্য '---জানাচ্ছেন সুজয় ।

1 টি মন্তব্য:

  1. 'একটা দিন তুমি '-কবিতাটি কালের সীমান্ত ছাড়িয়ে এক যুগোত্তর সৃজনে রূপান্তরিত হয়েছে।দ্বিতীয় কবিতাটিতে প্রেমের ভিতরের করুণরস নিংড়ে বের করে এনেছেন কবি,ছাকনি দিকে ছেঁকে তুলে ধরেছেন অশেষ প্রার্থনা-"পূর্ণ কর মোর ধূলোর সিংহাসন!"তোমার তুলনা তুমিই🙏🙏

    উত্তরমুছুন