বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

তনুজা চক্রবর্তী



কবি তনুজা চক্রবর্তী-র দুটি কবিতা 


মিলন কথা


নির্ভার জীবনে স্রোত হীন বয়ে যাওয়া একটি নদীর নাম অলসতা। চলার আনন্দে তার বহমান ধারার অনিন্দ্য সুন্দর ছন্দ, শব্দের কলতান শুনতে শুনতে একদিন  হারিয়ে যাব----ফেরার কোনো তাড়া নেই, কেবল ভেসে যাওয়া। অদৃশ্য কোনো কূলে নতুন ঠিকানায় যেদিন ভিড়বে আমার অলীক সাম্পান, সেইদিন এসো।দেখা হবে সব নিয়ে, অনন্তে একা--- ভুলবনা জানাতে নদী আর নারীর মিলন কথা।




 






শূন্য খামার 


তোমার যা ভালোলাগে, লাগে না আমার 

কিছু আর পড়ে নেই শূন্য খামার। 


এখনো যা পড়ে আছে অলীক বাহার 

অনাদরে হারিয়েছে মূল্য তাহার। 


আমাকে যা দিয়েছিলে তোমার সুহাস-- 

প্রথম সে ভালোলাগা প্রেমিকা উদাস ।


এবেলা যে ভালোবাসে ওবেলা হারায়---

ভুল করে এসেছিল মনের পাড়ায়।


সেইজন সেইক্ষণে অরূপ রতন 

সবটাই বেহিসাবি ঝড়ের মতন।


সব দোষ সময়ের কত না দেমাক!

অবহেলে গেয়ে গেছি বেসুরে বেহাগ !


তোমার যা ভালো লাগে লাগে না আমার, 

ছন্দটা কেটে গেছে ধুঁকছে কাহার।


***************************************************************



তনুজা চক্রবর্তী


জন্ম ১৯৭৬ সালের ১৭ই আগষ্ট। আশাপূর্ণা দেবীর লেখা পড়ে কলম হাতে তুলে নেওয়া। প্রথম আত্মপ্রকাশ কবিতায় ২০১৭ সালের বইমেলায় একটি লিটিল ম্যাগাজিনে। তারপর ছোটো বড়ো বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় কবিতা,গল্প, প্রবন্ধ। দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পাঠক প্রকাশনী থেকে। একমুঠো অভিমান ও মেঘ ভাঙা রোদ্দুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন