কবি খগেশ্বর দাস-এর দুটি কবিতা
অশান্ত সংলাপ
সুরক্ষিত সিঁড়ির মগ্নতা অন্ধকার গোপন কুহকে
অভিপ্রেত বাঁশি বাজেনি দূরের বাঁশবনে
সংলাপে মুখর হয়নি সাজানো সিংহদ্বার
আকাশের দুয়ার খোলেনি ঘন কালো মেঘের কপটতায় ।
বৃষ্টির জলীয় সংস্থানে তীব্র স্রোত
অশান্ত সংলাপ পাথরের ডুবন্ত শরীরে
প্রেম নয় প্রহেলিকাময় ছায়ার প্রক্ষেপ
জলতলে ডুবন্ত নক্সীকাঁথার মনোরম মায়াবী কাঁপন ।
এতসব ভনিতা প্রকৃত অর্থে মুখরতা নয়
বৃহৎ বটের সহস্ত্র ঝুরির প্রকৌশল
মধুমতি গান নয় নদীর স্রোতের কলরব
বিক্ষুব্ধ ঝড়ের বাতাসে ঢেউয়ের সর্বনাশী অশান্ত সংলাপ ।
আঁধারের মাহাত্ম্য জরিপ
গহ্বরের অবিশ্বাস্য মগ্নতায় আঁধারের মাহাত্ম্য খুঁজেছি
বীজের গোপন অন্ধকারে সুপ্তির নিমগ্ন প্রেক্ষাপটে
যে টুকু মহিমা বাতাসের ভেজা উষ্ণতায়
নদীর কম্পাঙ্ক তীব্র উড়ে উড়ে আকাশের উচ্চতায়
আলোর সরল গতি ছুঁতে দু"বাহু বাড়ায় ।
আমি মনে মনে রপ্ত করি মগ্ন নিমজ্জন
উজ্জ্বলতার আকাঙ্ক্ষা থেক তীব্রতার ধাঁধাঁ
যা আসলে আঁধারের অন্য নামান্তর
মেঘলা দিনের মনখারাপের পরিত্যক্ত ভূমি ।
কবিতার শ্রীমন্ডিত সাধনা আমাকে সত্যদষ্টা করে
অন্তদৃষ্টিতে বুঝেছি সারাৎসার
জীবনের অনন্ত আঁধার , গোপন অতল
সময়ের সঠিক পরিপ্রেক্ষিত কিভাবে জরিপ ।
**************************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন