বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

শহীদুল ইসলাম



কবি শহীদুল ইসলাম-এর দুটি কবিতা 


জন্ডিস 


পৃথিবীটার পাণ্ডুরোগ হয়েছে 

জুঁইফুল গুলো আর ফুর্তিবাজ মানুষের সাথে মেশে না 

অসতর্ক পাখিটা ডানা ঝাপটে দিল তার গায়

ঝর ঝর করে ঝরে পড়ল একরাশ নীল বেদনা 

সরষে ফুলের মত ফ্যাকাশে হলুদ সব চোখ 

বৈদ্য খুঁজি হলুদাভ চোখ গুলো সাদা করনের 

বুকের বৃন্ত থেকে ছিড়ে ফেল নীলাভ হৃদয় 

নীল মুখচ্ছবি আজ অসহ্য বোধ হয়

দূর্বা ঘাসও হলুদ হচ্ছে মানুষের চাপে 

খয়েরী নয় সাদা চোখে দেখ পৃথিবীর পৃষ্ঠকে। 


 এত বলার পরও

বসাটা কী শোভনীয় নয়?

আরে মশাই!  দেখুন না ভালো করে

বসবো কোথায়?

চেয়ার আজ জলা জঙ্গলের -

জলের বাইন আর জঙ্গলের বেবুন










আজ আর বলার কিছু নেই

এত পথ  মাড়িয়ে এলেন -

একটু দাঁড়ান

দাঁড়াবো কোথায়?

মাঠ আজ শকুনের দখলে

শিয়ালেরা অপেক্ষায়

শিয়াল বলা বোধহয় কম হয়ে গেল

আরো কিছু  ---


****************************************************************



শহীদুল ইসলাম

সাতক্ষীরা থেকে লিখছেন ।
পেশা শিক্ষকতা  প্রভাষক, বাংলা বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা সদর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন