গোবিন্দ মোদক-এর দুটি কবিতা
এসো, ভালোবাসার হাত ধরি
আমি নিশ্চিত জানি —
এই হাত কোনওদিন ভালোবাসার হাত ধরেনি,
এই চোখ কোনওদিন দেখেনি শ্রাবণের গর্ভিনী মেঘ
কিংবা আতস-কাঁচ বৃষ্টি,
এই ঘ্রাণেন্দ্রিয় কোনওদিনও অনুভব করেনি সোঁদা গন্ধ,
এই মন কোনওদিনও আনত হয়নি
পথের ধারে কোন দেবালয়ে, মসজিদে বা গীর্জায়,
এই পা কোনওদিন ছাপ রাখেনি
কোনও কণ্টকময় প্রান্তরে;
তবুও এই কলম আজ গর্জে উঠতে চাইছে
নিন্দিত কিছু গোলাগুলির বিক্ষিপ্ত ব্যবহারের বিরুদ্ধে,
গর্জে উঠতে চাইছে অমোঘ উচ্চারণে,
বলতে চাইছে —
সাম্রাজ্যবাদীরা নিপাত যাক,
পৃথিবী জুড়ে পত-পত উড়ুক শান্তির পতাকা।
ডানা আঁকা পিঠ
পিঠে দু‘টো ডানা এঁকে নিয়ে উড়ে যাওয়ার ভান করি
স্বাদু বাতাসে আঁক কেটে,
চলে যাই দূরে … আরও দূরে … সীমানা পেরিয়ে —
পিছনের সমতল পথ ক্রমশঃ চ্যাপটা হয়ে আসে,
গতিজাড্যর ঢেউয়ে কাহিল হয় কিছুটা সময়;
তারপর অনাবিল উড়ে থাকা বাতাসে ভর করে,
উড়ে যায় সাত-পাঁচ কিছুটা খুচরো হাওয়া …
অথচ সেদিকে আর চোখ পড়ে না।
তখন হাতমুঠি জুড়ে অনেকটা রোদ্দুর
আর খেলা ভাঙার খেলা ….।
তবু সাঁইসাঁই উড়ে যাওয়ার ভান করি
যদিও বাতাস এবং আমি উভয়েই সম্যক জানি যে —
পিঠের ডানা থাকলেই ওড়া যায় না।
***********************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি।
খুব ভালো লাগল
উত্তরমুছুনভাল লাগল দাদা।
উত্তরমুছুন