কবি সজ্জ্বল দত্ত-র দুটি কবিতা
ভালবাসায়
... বলতেই
কাঁপা কাঁপা ওড়না আঙুলে জড়িয়ে পেঁচিয়ে
নির্বাক ... মাথা নীচু ...
রাজী ।
আর তক্ষুনি কে আমার আকাশে উড়িয়ে দিল
লাল নীল সবুজ বেলুন ।
আঙুলে আঙুল ছুঁয়ে পৃথিবী উপচে রঙ
ছুটোছুটি লুটোপুটি গ্রীষ্ম বর্ষা মেঘে
আষাঢ়-শ্রাবণ ভরে অবাধ বৃষ্টিস্নান।
পার্কের নির্জনে প্রবল সুনামি ঢেউ
পলকে সপাটে ঠোঁট
আঙুলে তুলোর স্তুপ
সদ্যস্তনের বুনো নিষ্ঠুর আভাস ।
যথার্থ নিয়ম মেনে অবশেষে একদিন
একতলা গাঁথনির ফাঁকে ।
স্নান খাওয়া সুখনিদ্রা - অফিসকাছারী স্থির
অস্থির যৌনতা
নখে দাঁতে নীলক্ষত তীব্র দাগের কাছে
আরো ... শুধু আরো দাবী ... !
আকাশের সাতরঙ রামধনু ধুয়েমুছে
অপূর্ব উজ্জ্বল সাদা ।
পুরোনো সূর্য ডুবে নতুন আলোয় শুধু জল
শুধু যত জল বয়ে বয়ে সামনে এগোয়।
পৃথিবী আকাশ সব হাঁটিহাঁটি পেনশনে ওষুধের বাক্সে
দু'বেলা দু'দুটো আয়া ছশো প্রতিদিন ।
এই তো সেদিনও তো ব্যস্ত মৌলালি মোড়ে
" দাঁড়াও , হাতটা ধরো " - বাঁচিয়ে রাস্তাপার।
তারপর কবে যে নিথর যজ্ঞে আহুতি
পুড়ে গলে ফুটন্ত ছাই ।
নিরাকার আমরা দু'মুঠো ধুলোবালি
হাওয়ায় সারাদিন উড়ে উড়ে ... উড়ে উড়ে ...
একই আঙুল ছুঁয়ে আবার নিয়মে
ফের জন্ম প্রার্থনায় ... !
দোল : পূর্বরাত
যথারীতি ফের তৈরি এ' রাত
এত গাঢ় লালে প্রেমের ফাঁদ !
রঙ পিচকিরি সরিয়ে আকাশে
আমি ও আমার একলা চাঁদ ।
আজ রাতে ( ধুস ! ) বেকার ওসব
মাইকে বলা কবিতাপাঠ
তার চে' বরং দাউদাউ সেই
ন্যাড়াপোড়ায় জ্বলুক মাঠ !
সে রাত মাঠে মোমের আলো -
সত্যি জানো , মাতাল প্রায়
দু'চোখ ঘন রূপোয় মুড়ে
প্রথম সে যে চুমুতে সায় !
এখনো পাগল অরুণেশ্বরে ?
কমলিকায় সারাক্ষণ ?
হয়ত আজকে স্টিরিও বন্ধ
আপনমনে ' শাপমোচন ' !
কবে যে সাজানো ব্যালকনী ফাঁকা
শোধবোধ যত জ্যোৎস্নাঋণ
একই চাঁদ সে একাকার আলো
একা বসে বসে ধোঁয়ার রিং ।
সবুজ কুচি হলুদ কুচি
সমস্ত আজ চাঁদের দিকে
কে যেন কাল আবীর দেবে
আমার প্রিয় বান্ধবীকে !
আমায় ভুলবে ? ... এতই সহজ ?
আবীর মাখবে কিসের জন্য ?
যাও গো আবীর মুচড়ে এ' বুক
মনখারাপেই জীবন ধন্য !
লুকোও তাহলে এবার , ও চাঁদ ,
হালকা ফরসা পূর্ব কোণ
রঙের আগুনে সবাই পুড়ুক
বরফ শুধু এ' ব্যর্থ মন !
***************************************************************
জন্ম : ৬ই নভেম্বর , ১৯৬৮ । কবিতা লেখালেখির সূচনা গত শতাব্দীর ন'য়ের দশকে । কবিতাযাপনের সূচনা থেকে বিস্তারের বড় একটি অংশ কেটেছে নদীয়া জেলার রানাঘাটে । পেশায় ভারতীয় জীবনবীমা নিগমের কর্মচারী কবি সজ্জ্বল দত্ত এই মুহূর্তে ব্যারাকপুর শহরের বাসিন্দা । .... এ যাবৎ প্রকাশিত কবিতার সংকলন : ১ ) স্বাগত শ্রাবণ - জোনাকি ( ১৯৯৭ ) : প্রকাশক - দাহপত্র , ২ ) পোস্টমর্টেম ( ২০০০ ) : প্রকাশক - এই সহস্রধারা , ৩ ) দাগ ( ২০২০ ) : প্রকাশক - ব্যারাকপুর স্টেশন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন