কবি অমিত চক্রবর্তী-র একটি কবিতা
স্বল্পযতি
আধখানা গান লিখে সে উঠে দাঁড়ায়, পিয়ানোতে
কিছু বেয়াড়া ঠেকছে তার, একটা অসম চলন,
সাদা-কালোর কী-বোর্ডে মডেলটা মিলছে না আর।
গানের শরীরে এখন জোলোভাব, লম্বা বেতালা দান,
পদস্খলন, যতিচিহ্ন।
এ ধরণের বিয়োগান্ত নাটক
আমি আগেও দেখেছি, ছায়াতে বা জ্বরের তাড়সে
সন্ধান –
আগুপিছু হতাশ, চোখ মুছে ফেরত আসা।
“আমি তো পারলাম না, আজকালকার মেয়েরা হলে
পারতো নিশ্চয়”। তোমরা হয়তো একে একটা
ব্লাইন্ডস্পট বলবে, অথবা দুর্বলতার সাক্ষ্য,
আমি কিন্তু সবাইকে জোরগলায় জানিয়ে দিয়েছি,
দু’ হাতে টেবিল চাপড়ে, দেখো তোমরা,
এ শুধু তার স্বল্পযতি, পুনরায় গানলেখা
এই শুরু হল বলে।
********************************************************
অমিত চক্রবর্তী
অমিত চক্রবর্তীর জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে। ছাত্রাবস্থায় অনেক লেখা এবং ছাপানো কলকাতার নানান পত্রপত্রিকায়। এখন আমেরিকায়, ক্যানসাস স্টেট ইউনিভারসিটি তে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন। সম্প্রতি প্রকাশিত কবিতা – বাক, কবিতা আশ্রম, ছায়াবৃত্ত, বম্বে Duck, যুগসাগ্নিক, অন্যনিষাদ, বাতিঘর অনলাইন, শারদীয়া খোঁজ, শব্দের মিছিল, মহাভারত, অপার বাংলা, উত্তর আমেরিকার পত্রিকা বাঙলা লাইভ, উদ্ভাস, যুক্তরাজ্যের পত্রিকা ড্যাশ, এবং আরো অনেক পত্রিকায়। ঋক প্রকাশনী আয়োজিত বিরহের কবিতা প্রতিযোগিতায় উচ্চস্থান। উত্তর আমেরিকার নিউ জার্সি অঞ্চলের পত্রিকা অভিব্যক্তির কবিতা বিভাগের সম্পাদক (অদিতি ঘোষ দস্তিদার ও সংগ্রামী লাহিড়ীর সঙ্গে)। প্রথম কবিতার বই “অতসীর সংসারে এক সন্ধ্যাবেলা” প্রকাশ পেল সেপ্টেম্বর (২০২১) রা প্রকাশনী থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন