কবি অর্ণব মুখোপাধ্যায়-এর দুটি কবিতা
মায়া
কয়েকটা বিকেল আমি শুধু জাহ্নবীকে খুঁজি,
পাণ্ডুলিপি হাতে হেঁটে যাওয়া উদ্ভ্রান্ত উন্মাদের মতো —
তোমরা হয়তো তাকে 'কবি' বলে ডাকো !
আর যারা বসে রইলো (মাঝ রাস্তায়) ,
ঠিক কয়েকটা লাইনের ফাঁকে; মাথা রেখে,
যেন গলায় ফাঁস লেগে গেছে, গ্যাজলা বেরুচ্ছে !
জাহ্নবী'র জন্যে প্ল্যাকার্ড নিলো যারা —
না-খাওয়ার ঢঙ করে পরে রইলো বই-পাড়া উপুড় করে,
তাদের এটুকু প্রেম তুমি ক্ষমা করে দিও।
তাদের জন্যই, কয়েকটা বিকেল আমি শুধু জাহ্নবীকে খুঁজি,
মায়া নাকি সায়াহ্নের অপচয়! সেসব ঠিকানা,
সস্নেহে তাদের বলি 'ঘুমিয়ে পড়'।
তোমাকে নিয়ে বাঁচি
সেদিন এমনই কান্না জেগেছিল, সেদিন এমনই কান্না জেগেছিল,
পড়েছিল বুকের ওপর, দুঃখের বাড়ি-ঘর,
তুমি রোদের মতোই আগোছালো,
মৃতের চাদর।
সেদিন কোথাও বৃষ্টি নামেনি, সেদিন কোথাও বৃষ্টি নামেনি,
প্রাচীন পাড়ার ঘুম, এখানেই থাকা হতো,
তোমাকে চিনেছি আমি প্রেম,
শান্ত নিঝুম।
সেদিন কোথাও আনন্দ নেই, সেদিন কোথাও আনন্দ নেই,
তোমাকে নিয়ে বাঁচি, তোমার চন্দনসাজ,
তোমার পুরোনো জামা,
সযত্নে পড়ে আছি।
*************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন