****************************************
****************************************
" যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা,
যুদ্ধ মানেই
আমার প্রতি তোমার অবহেলা। "
শুধুই অবহেলা? কী দেখছি আমরা ইউক্রেনে, দেখেছি এর আগে,প্যালেস্টাইনে ইরাকে আফগানিস্থানে ভিয়েতনামে? এমন নরমেধযজ্ঞ, এমন নিষ্ঠুর ধ্বংসলীলা আর কত দেখব আমরা?হে সভ্যতা, অন্ধ করে দাও আমায়,বন্ধ করে দু'টি চোখ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার সুইসাইড করেছিল, মুসোলিনিকে ছিড়েখুড়ে খেয়েছিল তারই দেশের মানুষ। আমরা জানি। কিন্তু আদৌ কি মৃত্যু হয়েছে তাদের? কবর থেকে উঠে তারা যে দিব্যি মাঝে মাঝেই ঘুরে বেড়ান, বিষাক্ত দাঁতে চিবিয়ে খান কিভ খারকিভ খেরসন ... এর মত শহর, জনপদ, হাড়গোড় সমেত গলধঃকরণ করেন বুচা মারিউপল কিংবা হিরোশিমা নাগাসাকি।
আর আমরা, দিনযাপনের প্রাণধারণের ন্যূনতম নিঃশ্বাসটুকু নিতে গিয়েও নিতে পারছি না। দম আটকে আসছে যুদ্ধের বিষাক্ত কালো ধোঁয়ায়। আবহমান হিটলারদের পদসঞ্চারে আমরা ভীত,সন্ত্রস্ত। দিন গুনছি নিশ্চিত অনাহারের....
" কত পথ পাড়ি দিলে আর
হে সভ্যতা
আমার লকলকে জিভ গোলাপ হবে
আবার কবিতা লিখব আমি নতুন
সনেটে, পয়ারে... "


যুদ্ধ যে কোনো ভাবেই সুখের নয় , সেটা বুঝেও এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন মানুষ । শক্তির দম্ভ শেষ করবে এক এক করে এভাবেই সবাই কে । সাধারণ মানুষ মরবে যেমন মরে এসেছে এত দিন , তবুও ঘুমিয়ে থাকবে সাধারণ, ভয় ভয় আর ভয় ।
উত্তরমুছুন