বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

চন্দন রায়



কবি চন্দন রায়-এর দুটি কবিতা 


স্বপ্ন এবং দর্শন


স্বপ্ন এবং দর্শন বিছানার উপর সাজিয়ে

বালিকার কাছে দাঁড় বেয়ে চলার গল্প

বলতে বলতে পা চেপে ধরে----


সারা রাত স্বপ্নের খাতারা লালা মাখে

বিদ্যুৎহীন বিদ্যুৎ চমক

কৃষি ক্ষেতের পাশ দিয়ে নষ্ট হয়

একটার পর একটা সবুজ ভ্রূণ---


তুমি পড়ো ! তুমি পড়তে পার 

মাতৃগর্ভ , মাঝরাত , মাটির কলস

একের পর এক পিঁপড়ের পাঁজর ভেঙে

পড়তে পার---


মশারির কোণা গুঁজে স্বপ্ন এবং দর্শনের

ভাসমান পাণ্ডুলিপির কাছে জিজ্ঞেস করো

ভোর হতে আর কত বাকি-----









আসে আর চলে যায়

আসে আর চলে যায়

অন্যেরা আটকে পড়ে

একা বেঁচে থাকার আতঙ্কে যা কিছু উত্তর আসে

তাকে অবলম্বন করে হেঁটে যাওয়া সম্ভব না

খিদে ঘিরে ধরে

অভিশপ্ত দরজার সামনে আগুনের পুরোনো ডাক----


অন্যত্র সন্ধানের উপায় নেই

ক্ষণিক বিরতি শুধুমাত্র মৃতদের জন্য

কৃতজ্ঞতা জানিয়ে মেঘ আর থাকতে পারেনা

নির্বিকার চেনা শব্দ পুনরায়

আসে আর চলে যায়, আবার আসে

স্বরের ওঠানামা ঠিক সেই আগের ম


***************************************************************


                                                 চন্দন রায় 


আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের সম্প্রতি প্রকাশিত  দুটি কাব্যগ্রন্থ : জেলখানার খোলা চিঠি এবং শিরোনাম সন্ধান চলছে   





1 টি মন্তব্য:

  1. ভাবি অহর্নিশি আধুনিক কবিতা যদি চন্দনের ঐ ফোঁটা বর্জিত হতো তাহলে কি হতো?উত্তর আসে-"একা বেঁচে থাকার আতঙ্কে যা কিছু উত্তর আসে তাকে অবলম্বন করে বেঁচে থাকা সম্ভব না!"আধুনিক কবিতার সেই রাজপুত্র কবি শ্রী চন্দন রায় যার আশ্রয়তলে বহু পরিযায়ী পাখিও শান্ত হয়ে বাঁচতে শেখে,বেলাশেষে মাতৃজঠরে রেখে যায় দহনজ্বালা নিবারণের পথ‍্য...কান্নারা মূক হয় অন্তরাত্মার অন্তরাল গহীন জীবনে🙏🙏

    উত্তরমুছুন