কবি সুদেষ্ণা ব্যানার্জী-র দুটি কবিতা
আয়ু
আয়ু ডুব কপালের আয়নায়,
জেগে ওঠে নত সহবত।
রাত নামে স্নায়বিক চেতনায়,
হাত পেতে জোটে খয়রাত।
বোঝাপড়া লিখে রাখে উপশম।
নাগমা সাজানো থাকে জঞ্জিরে,
ইতিহাস মেনে নেয় আধুনিক,
ওঠাপড়া থেকেই যায় গভীরে।
তকদির্ লিখে দেন বিধাতা।
আমরা লড়াই করি অসম,
কীভাবে দাঁড়ি টানে নির্মাতা?
জীবনের মীড় তবে এমনও।
ধোঁয়া ওঠে মিছিলের মুখে,
বাঁচাটাই হল প্রতিবাদ।
জমিয়ে আপোষ মেহেফিলে,
ভিজে ওঠে হায়াতের স্বাদ।
বুকের কাঁপন শীতলপাটি,
ঘুম নেই চোখে।
চুরি গেছে বোঝাপড়া,
বেমতলব সব পাহারা,
স্বপ্ন রাত জাগে।
ইশক্ পোড়ায় চশমা,
ধুলো জমে আলগা,
অনুভবে কুয়াশা ছাপ।
রোদ লিখি দেওয়ালে,
মেঘ লিখি আলগোছে,
আয়নায় আঙুলের চাপ।
দাগ ধরে আয়নায়,
চেনা সে জামানায়,
ঈর্ষায় জ্বলে কার্নিশ।
সার্শিতে জমে জল,
নৌকা বড়ো অচল,
পিপাসা এখানে বিষ।
ইচ্ছেরা পাখি হয়,
গাছেদের জল দেয়,
আবাহনে দেয় ডুব;
সাবেকি যত পরোয়ানা,
জীবনে নেভে আনাগোনা,
কলরবে থাকি চুপ।
********************************************************************
একটু অন্য গোছের কবিতা। শব্দ ব্যবহারের ক্ষেত্রে চাতুরতা রয়েছে।
উত্তরমুছুনতকদির্ লিখে দেন বিধাতা।
আমরা লড়াই করি অসম,
জায়গাটা বেশ ভালো লাগলো।
অপূর্ব দুটি কবিতা ।
উত্তরমুছুনইচ্ছে রা পাখি হয়, গাছেদের জল দেয় ..... দারুণ এই কথাগুলো
ASADHRAN/
উত্তরমুছুন