কবি মল্লিকা রায়-এর দুটি কবিতা
আড়াই চাল
সবটা বুঝেছি,কাটাকুটি
দাবা ঘুটি ঘোড়াদের দেড়চাল
সাহেব বিবির শেরওয়ানী
ট্রাপিজম ছক্ বুঝি,ইতালীতন্ত্র বুঝি
বুঝিনা তোমার চালাচালি
ঋণ বুঝি চাল্ বুঝি
কে কতর দানে চালে ঘুঠি
বুঝেছি তন্ত্র দাও কার ঘাড়ে কার দাও
ত্রিকোণ পর্ব বুঝি চীনের চক্র তাও
বুঝি নাই তোমার এই ঘুঁটিটা
লাদেন তত্ত্ব বুঝি
কাঁটাতার বাংলার শিশুকাল্
গ্রীন হাউস লাগাতার সংকট বুঝে গেছি
ক্ষুধাদের নিষ্ফল হা-হুতাশ
দিল্লীতত্ত্ব দেখে বুঝে গেছি চালাচাল
বুঝি নাই তোমার এ নাগপাশ !
আমার মা
এমন টেরি কাটা কানপাশা গহনা
ঠিক আমার মা পরতেন
আপনার মত আঁচল টি ছড়িয়ে দিতেন
কাঁধ থেকে মাটি বরাবর ঔদার্য্যে
গোলকধাঁধার মত বিরাট পৃথিবী
ভোরবেলাকার ঐশ্বর্য হয়ে জ্বলত
দুই ভ্রুর মধ্যিখানে।
রক্ত রাঙানো শ্বেত রাস্তার দুই ধার
কেশরাজির ঘনারন্যে দুই মেরু হয়ে
ফুটে উঠত গোল জনারণ্যের মত মুখটা
কাঁধ থেকে নেমে আসা টকটকে
সূতীর পাড়ে প্রদেশ সীমান্তের
সতর্কবার্তা দুলত হাওয়ায় _
নরম ঘাসের মত দাঁড়ালে
গোটা বঙ্গটা হুড়মুড়িয়ে পড়ত পায়ের
তলায়, ঘড়া কাঁখে কতবার দেখেছি
মায়ের তন্বী মেয়ের রুপ
কালো শাড়ির আঁচলে অগাধ স্নেহে
লুটিয়ে থাকত সায়োনারা, মাফিজার
খিদমৎ, অবিকল আপনারই মত
******************************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন