বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

কবিতা * সৈয়দ কওসর জামাল



কবি সৈয়দ কওসর জামাল-এর একটি কবিতা 


বিবাহপুরাণ


প্রশস্তি অন্ধের রূপকলা 

রূপমুগ্ধ আমি তোমার প্রশস্তি শেষে কল্পরূপ রচি

যে জন্ম জাতককথা, চরিত্রেরা পুরোনো জন্মের স্মৃতিভার  

আমি তার পূর্বাপর অন্ধকারজুড়ে ঘনঘোর লিপিকার

এত জ্বালা সহ্য করে চোখ, এত তেজস্রিয় ভিতরে ভিতরে 

নিছক অনুলেখক হয়ে আমি উপলব্ধি করি বিকিরণ

তবু মগ্ন রাখে জীবনের অনশ্বর এক ঘুমকাতরতা 

কুসুমের মধুমাস বছর ছাড়িয়ে অনন্তের দিকে ধায় 

প্রাকৃতিক ক্রিয়া আর থাকে না ততটা প্রাকৃতিক

আমার ভাষার সঙ্গে কখন যে মিশে যায় বাক-চতুরতা

শৈত্য ভেঙে, মাটির প্রতিমা ভেঙে এগোয় নির্মাণ

তোমাকে প্রকৃতি ভাবি, তোমাকেই ভাবি অনিঃশেষ

আকাশে রুপোর থালা এগিয়ে চলেছে ক্ষীণ দীপ বুকে

এই স্বপ্ন ঘুরেফিরে আসে, স্বপ্নের ভিতরে আমি 

এক ফুঁয়ে নিভিয়ে দিই আলো, তোমাতে প্রবিষ্ট হই

অন্ধকার প্রবল আগ্রহে আমাদের বিবাহপুরাণ লেখে।



*****************************************************



সৈয়দ কওসর জামাল

কবি ও প্রাবন্ধিক সৈয়দ কওসর জামালের কবিতা চর্চার শুরু ১৯৭০ এর গোড়া থেকে। তুলনামূলক কাব্যচর্চায় অপরিসীম আগ্রহ তাঁর। এখন পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত। কবিতার জন্য পেয়েছেন কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারও। অনুবাদ করেছেন সমকালীন ফরাসি কবিতা। ‘কবির জগৎ কবিতার জগৎ' বইটি কবি ও কবিতা সম্পর্কে তাঁর প্রবন্ধের নির্বাচিত সংকলন। সম্প্রতি কলকাতা বইমেলায়  প্রকাশিত হলো তাঁর রবীন্দ্রনাথ ও ফ্রান্স বইটি। নিঃসন্দেহে আমাদের সাহিত্যে এটি উল্লেখযোগ্য সংযোজন 




1 টি মন্তব্য: