কবি ঈশিতা পাল-এর দুটি কবিতা
অলীক সুখ
বিশাল তেরোশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটবাড়ি-
ঝুলবারান্দা,কুচিনা,আরো কত সুখের ছড়াছড়ি-
তবু মন বন্দি আজ চার দেওয়ালে,
সুখের মধ্যে ঠিক সুখ খুঁজে পাচ্ছেনা।
কেমন বিশাল ফ্ল্যাটবাড়িটার চারটে দেওয়াল,
চারিদিক থেকে ছোট হতে হতে আমাকে ঘিরে ফেলছে-
নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ,
যেন আমি একটা খুব ছোট্ট বাক্সের খোলে বন্দী।
সুখও যেন হাঁ করে গিলে খেতে আসছে আমাকে,
মনপাখি উড়তে ভুলে গেছে আজ,পায়ে যে তার শিকল বাঁধা!
অজস্র সুখের ভিড়ে আমি একটা সাজানো পুতুল,
পুতুলের মতই যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছি প্রতিদিন।
হাসির অভিনয় করতে করতে হাসতে ভুলে গেছি প্রাণভরে,
আবেগের প্রকাশও যেন খুব মেকি হয়ে যাচ্ছে-
এই সুখের খাঁচা,এই সোনার শিকলে বন্দী জীবন,
এর মাঝে তবে জীবনটা কি একেবারেই ফাঁকি?
স্নেহের স্পর্শ
আমি আমার ধরিত্রী মায়ের কাছে সুখ চাইলাম,
মা আমায় দুচোখ ভরে কান্না দিলেন-
আমি দুহাতে মুখ ঢেকে কাঁদতে চাইলাম,
তুমি এসে আমার চোখ মুছিয়ে দিলে।
আমি বিষণ্ণ দুপুরের একা কান্নায় ভাসতে চাইলাম,
তুমি আমায় দুহাতে তুলে ভালোবাসা দিলে-
স্পর্শ করলে সেই জায়গা আমার,
যাকে আমিও কখনও দেখিনি ছুঁয়ে।
আমার কান্নার সাগরে তুমি মাঝি হয়ে এসো ,
জানিনা তোমার নৌকায় আমায় কোথায় ভাসিয়ে নিয়ে যাবে-
তুমি এসো বারবার,যখন আমি একা হব,
তুমি এসো মন ভোলাতে নয়,চোখ মোছাতে।
আমি তোমার প্রাণের ছোঁয়ায় সব দুঃখ ভুলে যাব-
তুমি কাঁদলে আমিও তোমায় হাসি দেবো,
আমার ঘর নেই,তাই তোমার মনে বাসা বাঁধব।
*******************************************************************
ঈশিতা পাল
জন্ম পশ্চিমবঙ্গের হুগলী জেলায়। দীর্ঘ ১০ বছর ব্যাঙ্গালুরু নিবাসী। বিভিন্ন ধরনের পড়ার নেশা ছোট থেকেই। লেখালেখি করছেন বছর দুই হল। বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় ঈশিতার লেখা কবিতা ও গল্প প্রকাশ পেয়েছে। সাহিত্যজগতে একেবারেই নবীন। তবে ভবিষ্যতে নিজের কবিতা ও গল্পের বই প্রকাশের স্বপ্ন দেখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন