কবি পলাশ দাস-এর দুটি কবিতা
স্বপ্ন
জানলার শিক জুড়ে মেঘ
কপাট জুড়ে অগোছালো যাওয়া - আসা
পাখি উড়িয়ে রেখেছি জানলার শিকে
আর ছোঁয়াছুঁয়ি খেলি রোজ
তোমার ঈশারা জুড়ে রোদ্দুর খুঁজে খুঁজে
বেলা শেষ হয়ে আসে
হাত বাড়াই হাত বাড়াই মেঘ
শরীরে শরীরে
এইভাবে পাখি ও মানুষ মানুষ ও পাখি
কেউ উড়ে যায় না - কেউ ধরা দেয় না
শুধু আশা বেঁচে থাকে দীর্ঘ সময় ধরে
সাদা কোজাগরী
রঙিন কুয়াশার বুকে ভর দিয়ে
কোজাগরী আলোয় ছড়িয়ে দিয়েছে পা
নরম জ্যোৎস্না ছুঁয়ে যাচ্ছে
ফাগুন বেলার জন্ম নাম
গড়িয়ে গড়িয়ে নামছে রঙ
ছেঁড়া পালক অচলায়তন
গুহা মুখ ভস্ম দাগ
শরীর শরীর আহূতি রাগ
স্তূপাকার জমাট দিন
জ্যোৎস্না জল পাহাড় কঠিন
***************************************************************
পলাশ দাস
জন্ম:- 27 মার্চ, 1989,বারাসাত।
স্থায়ী বসবাস বারাসতে। পিতা- প্রদ্যুৎ দাস, মাতা- কৃষ্ণা দাস।
2018 সালে প্রথম কবিতা প্রকাশ,কলকাতা শব্দহরিণ পত্রিকায় সাত্যকি নামে(পরিবার প্রদত্ত নাম পলাশ দাস)। পরবর্তীতে নিজ নামেই লেখা প্রকাশ। লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা হচ্ছে।কবিকথা, কাগজের ঠোঙা,কালধ্বনি, পদক্ষেপ,সাহিত্য সৃজনী, সাগ্নিক, অবেক্ষণ, অর্বাচীন,মুখর,কবিতা সীমান্ত, আখরকথা, কবিতা নগর,ষোলো আনা, ঝিলম,ভোরের সাঁঝপথ,কবিতা কুটির, আজকের কুরুক্ষেত্র,বিবস্বান,নৌকা প্রভৃতি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন