কবি শুভশ্রী সাহা-র দুটি কবিতা
নারী তত্ত্ব
বেশ লাগছে ছেলেমানুষী,
টুকরো টুকরো করে ছড়ানো কাঁচ
জুড়ছো কেমন তুমি
তুমি চাইলে আমি কিনা হতে পারি
তুমি ভাবলে আমি কিনা হতে পারি
ডাইনী অথবা ঈশ্বরী
যেমন ভাবো তেমন কি হওয়া যায় সত্যি
তোমার কথায় শুধু গভীরে দেখি আমি
সাদা অথবা কালো, কালো অথবা সাদা
ক্যানভাসে সুযোগ মত
রঙ লাগাতে পারো জানি---
চুপকথা!
এসো, পাশে বসো!
এই যে আসনে ছড়ানো অক্ষর
সে তো তোমার ই জন্য!
এই সমগ্র দিন
হলুদ দুপুর, তুলির আঁচড়
সে তো তোমার ই জন্য!
তোমার কি সত্যি ই কথা নেই আর কোনো!
***********************************************************
শুভশ্রী সাহা
ইতিহাসের স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় বারাসাত
লেখালিখি গল্প, অণুগল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, কবিতা
বিভিন্ন সাহিত্য পত্রিকা ও ওয়েবজিনে প্রকাশিত।
সহ সম্পাদিকা, রায়ান পত্রিকার।
প্রকাশিত গ্রন্থ -- ফেরিঘাটে একা ( মুক্ত গদ্য, রা প্রকাশন)
প্রকাশিত গ্রন্থ -- ফেরিঘাটে একা ( মুক্ত গদ্য, রা প্রকাশন)বইমেলা ২০২২
অনেক ধন্যবাদ
উত্তরমুছুন