অণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি গৌতম ভট্টাচার্য-র কলমে -----
সেই সব ব্যাকুল ছায়ারা
গৌতম ভট্টাচার্য
দু-একটা বাঁক পেরোতেই মানসতলাহাট। এখানে অতীন আগে কখনও আসেনি। আসার চেষ্টা করেছে বহুবার, কিন্তু পৌঁছতে পারেনি। আজ কি জানি কি হল, কোনও এক অদৃশ্য ব্যাকুল ঝড় বুঝি ওকে পৌঁছে দিল এখানে, এই প্রথম। কিন্তু কী আশ্চর্য! এ যে নামেই হাট! একটা লোক নেই,পসারিরা পসার জমায়নি , নেই হাটুরে কোলাহল।ধু ধু প্রান্তরে কেবল ছায়াচ্ছন্ন একলা এক বট। হাওয়ার গভীরের মাতাল হাওয়া যেন এখানে চুপটি করে বসে। কপালের ঘাম মুছে, একটু বসতেই অতীন টের পেল, আজ নয় শুধু, এর আগেও বহুবার সে এখানে এসেছে , কপালের ঘাম মুছে হাত পা ছড়িয়ে বসেছে...এই ছায়ার সঙ্গেই বুঝিবা মিশে আছে সেই সব ব্যাকুল ছায়ারা।
**********************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন