বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

বিশ্বনাথ পাল




কবি বিশ্বনাথ পাল-এর দুটি কবিতা 


রেখা


উপরে উঠে মনে হয় 

নীচেটা বড় রহস্যময়, গভীর

অবশ্য গভীরের টান উপেক্ষা

করা যায় নক্ষত্রের মতো

তত উপরে ওঠা হয় না কখনও

নীচে নেমেও সমস্যা গভীর— এত ঘৃণার আঘাত

বেঁচে থাকা দায় ;

এভাবেই দিন কাটে একা 

মনে হয় আমি যেন

হৃদয়ব্যথিত মানুষের ইসিজির রেখা








আয়না


তোমার চোখে 

আমার চোখ দেখতে পাই

আমি নেকড়ের চোখ নিয়ে ঘুরি কিনা

বোঝার চেষ্টা করি, মানুষ হওয়ার

প্রয়াস চালাই



****************************************************************



বিশ্বনাথ পাল


কাব্যগ্রন্থ 

বিজ্ঞাপনে বলা নেই  *  যারা দুধের ব্যবসা করি 

ব্যথাকে করেছি সামাজিক * সন্ধিপ্রস্তাব 

উপন্যাস 

জলে লেখা  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন