**********************
স্বরবর্ণ * আট * ২০২২
দ্বিতীয় বর্ষ
*************************
প্রকাশিত হবে আগামী ১৫ জুন ২০২২।
* এই সংখ্যার জন্য আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা ( গল্প কবিতা প্রবন্ধ অণুগল্প অনুবাদ কবিতা ভ্রমণ কাহিনি ইত্যাদি ) ১৫ মে ২০২২- এর মধ্যে পাঠিয়ে দিন ।
* শব্দসীমা অনির্দিষ্ট।
* কবিতার ক্ষেত্রে কমপক্ষে দুটি কবিতা পাঠাবেন।
* লেখার সঙ্গে আপনার একটি ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশিত গ্রন্থ (থাকলে) ছবিসহ পাঠান ।
* "স্বরবর্ণ " সামগ্রিক চিন্তার ফসল। প্রতি দুমাস অন্তর মাসের ১৫ তারিখ বেরোয়। আগে থেকে লেখা পাঠান।পরিকল্পনার সুবিধার জন্য।লেখা পাঠাবেন ওয়ার্ড ফাইলে, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইল বডিতে টাইপ করে ।
* হোয়াটসঅ্যাপ নম্বর 8777891532
*ই-মেইল --- debasishsaha610@gmail.com
সম্পাদকমণ্ডলী
ড : শুভঙ্কর দে অলোক কোৱা
সৌম্যজিৎ দত্ত দেবাশিস সাহা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন