কবি সুধাংশুরঞ্জন সাহা-র তিনটি কবিতা
অকাল আলো
অচেনা পথের দিকে চেয়ে চেয়ে দেখি
নবীন সবুজ বৃক্ষ, টলটলে নদী ...
বিস্তারিত মায়াজালে গানময় গতি।
আছে কিছু পুকুরের শান্ত আমন্ত্রণ
সাদা বাতাবি ফুলের ঘ্রাণে মায়াটান
বিকেলের বারান্দায় ছেঁড়া অভিমান।
আকাঙ্খার ভোর তবু দুপুরে হারায়
দুপুর গড়িয়ে শেষে কঠোর আঁধার
আইলাইনারে থাকে আড়ালের ধার।
দূরত্বের বলিরেখা মুখে লেগে থাকে
অবশিষ্ট বিষ ঢালে অক্ষম সময়
অকাল আলোয় তবু মিশে থাকে ভয়।
এদেশ আত্মহত্যাপ্রবণ
এই দেশ এখন আত্মহত্যাপ্রবণ !
কালোমেঘ ঘনিয়ে আসে দিনেদুপুরে
এদেশে ধর্ম কেনাবেচা হয় হাটেবাজারে।
যুদ্ধ যুদ্ধ খেলা হয় মেঘের আড়ালে।
বুকের ভিতর ভয়ের ঘর, বাকি সবই শূন্য
গড়িয়াহাটে নয়, হরিণ থাকে বাইপাসে,
বুকের হরিণ ছুটতে চায় ইছামতীর ধারেকাছে।
দেয়াল লিখন ক'জন ঠিকঠাক পড়তে জানে ?
বাঁচার শপথ মিছিলে মিছিলে ঘোরে।
পাখির অতল গান বেজে ওঠে ভোরে।
লাজুক নদীর মতো, গাছের কাছে এসে
দিশেহারা মেঘেরা নীরবে ভেজে একা একা।
ঘন কুয়াশায় মেলে না পথের দেখা।
এদেশ আত্মহত্যাপ্রবণ !
ভালোবাসার ছায়ারা
অন্ধকার বাড়ে রোজ, যেভাবে বাড়ে বয়স।
ভালোবাসার ছায়ারা সরতে সরতে
পাঁচিল টপকে যায়...
সম্পর্কের রঙ বদলে বদলে যায়।
রানওয়েহীন পরম্পরায় বদলে যায় মায়া,
না-ফেরা চাকার আভাসে, লাল টিপের রঙে
লেগে যায় তেপান্তর।
ধূসর পাখির ডানায় লুকনো শোক
দ্রাঘিমা চিরে রোদ্দুর চায়,
শূন্যের ঊদ্যানে তবুও ঘন হয় হতাশা !
***********************************************************
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন