কবি বিরথ চন্দ্র মণ্ডল-এর দুটি কবিতা
আমি এক নিঃসঙ্গ অনুপ্রাস
আমি এক নিঃসঙ্গ অনুপ্রাস..
ঘন আলতায় মাখো মাখো শরীর আমার।
তুমি হে নৈঋত বর্ণ....
নক্ষত্রপুঞ্জ থেকে ধেয়ে এলে কাছে..
যোগারুঢ় হিমোগ্লোবিন ধর্মের মতো -
অসম্পৃক্ত বাসনায় সুললিত করেছো ইদানিং
বুঝি বসন্তের জানালা আজ খোলা...
তাই পূর্ণিমার জ্যোৎস্না হয়ে
দিয়ে যাচ্ছো অবশ্যম্ভাবী সুখ।
প্রতিক্ষণ বুঝতে পারি তোমার নিঃশ্বাস
তুমি এসে পরিয়ে দিলে বেঁচে
থাকার আলেখ্য পোশাক ।
তুঙ্গ - শিখর
ঝরা পাতার প্রকোষ্ঠ বিষাদ
বাতাসে উড়লে সমুদ্র কাঁপে।
তার ডিম্বক নাভি থেকে
বেরিয়ে আসে সাপের গর্জন।
তারপর..... প্রপঞ্চ আসক্তি
ক্রমে ধুয়ে মুছে মিশে যায়
লবনাক্ত রঙের আকাশে।
অবশেষে - সব ক্রোধ
গলনাঙ্কে পৌঁছে গিয়ে হয়ে
যায় তুঙ্গ শিখর।
*********************************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন