বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

সঞ্জীব দে

 


কবি সঞ্জীব দে-এর দুটি কবিতা 


সন্দিহান

                     

একটা জেব্রা, শহরে রাস্তার ক্রসিংয়ে

                                    শুয়ে পড়ে,


লাল আলোয় গাড়ি থেমে যেতে

সবাই দৌড়োয় লক্ষ্যে পৌঁছাতে,

এই ব্যস্ততায় আকাশ সন্দিহান

           সবই কি শূণ্য তবে!


আমি থাকি তোমার অপেক্ষায়।

সদ্য কেনা, কোন গাড়িটায় আসছো তুমি,

বড় বড় চোখে চেয়ে থাকি।


তুমি কি চিনে নিতে পারবে!


আমি দাঁড়িয়ে থাকি বাতিস্তম্ভের মতোন।




                     





পূর্বরাগ

টলটলে স্থির জল নড়ে যেতে

যেন জন্ম জন্মান্তরের জলছবি ভেসে ওঠে চোখে।


শ্যাওলা ধরা ঘাট

ঘষে ঘষে পরিষ্কার করতে

পুরনো জায়গা ঝাপসা ঝাপসা ভাবে

জেগে ওঠে মনে!


চেনাজানা অবয়বগুলো'র বদল ঘটে যেতে থাকে,

কেমন চেনা হয়েও অচেনা যা কিছু,

শুধু তুমি ছাড়া!


ধোয়া ধোয়া হয়ে ওঠো

                   ওই যে দূরে,

আড়ালে আবডালে চাঁদনী রাতে,

আমাকে বেষ্টন করে থেকে যাও তুমি

পূর্বরাগে।


 ********************************************************  



  সঞ্জীব দে

   লেখা একমাত্র পেশা। গদ্য, কবিতা, গান ---সব বিষয়ই  লিখে থাকেন। জন্ম : কলকাতা, বড়িশা অঞ্চলে।   সঞ্জীব মনে করেন , প্রতিদিনই নতুন নতুন  অভিজ্ঞতা, বোধ, চেতনায় এক নতুনমানুষ রূপে জন্ম হয় একজন  বোধসম্পন্ন মানুষের। সেই হিসেবে 'প্রতিদিনই আমার জন্মদিন' বলেন সঞ্জীব। প্রথম কাব্যগ্রন্থ    " শরীরময় লবণ " প্রকাশিত হয়  ২০২০ -র  ২৫ শে ফেব্রুয়ারি। এই বছর কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ " আগুন আলো " প্রকাশিত হয় সাহিত্য সংবাদ প্রকাশন থেকে এবং প্রথম গল্পগ্রন্থ " বৈপরীত্যের ক্যানভাস " মুক্তি পেয়েছে পালক প্রকাশন থেকে।

            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন