কবি দেবাশিস-এর দুটি কবিতা
বোধোদয়
কিছুই মেলে না যতই সব মিশে থাক
এক হতে ধীরে ধীরে হেঁটে চলে প্রকরণ
যত সব প্রণালী অনন্ত বিকিরণ
বহুরূপে চেপে ধরে চেতনা নির্বাক।
কনাতেই মহাকাশ শূণ্যেরই ব্যাপ্তি
সব জানা কিছু নয় আদতে তা শূণ্য
অহংটা ত্যাগ করো নেই পাপ-পূণ্য
এ জীবন মুক্ত অসীমে সমাপ্তি।
এক কে জানলে পরে সব জানা হয়
ব্রহ্মই সত্য আর সবই কানামাছি
চেতনায় সলতে জ্বলে ওঠে কাছাকাছি
বিবেকের জানালায় ঝোলে বোধোদয়।
এ জীবনে সত্যই ঋজুরেখ আলো
মায়াময় স্থূলবাস দেহকে পোড়ালো।
শূণ্য
কুঁয়ো থেকে জলাশয় হেঁটে হেঁটে যায় পথ খানি
বিস্ময় চোখ দিয়ে নদী বয়ে সাগরে মিলায়
একই বোধ উন্মেষ আবরিত সিক্ত
কত রূপে জমে আছে শরীর বা মননে
আজীবন খুঁজে ফেরা প্রথম সুতোর আদি গিঁট
বেঁধে বেঁধে বেয়ে ওঠে প্রশ্নেরা একাগ্র উৎসে
আকাশ গঙ্গা অতি ক্ষুদ্র না একাকী
শূণ্যই পেটে আছে বসুধা বা গগনে।
***********************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন