বিশ্বনাথ পাল / দু'টি কবিতা
ভালবাসার বিপরীতে
ভালবাসার বিপরীত শব্দ নির্লিপ্তি
বলেছিলে তুমি, তারপর থেকে
তোমাকে সেভ করে রেখেছি নির্লিপ্তি নামে
যদিও বুঝেছি ভালবাসার বিপরীতে
ঘৃণা নয়, দাঁড়িয়ে আছে আদি ও দুর্লঙ্ঘ্য
পর্বত, যার নাম উপেক্ষা
ঘৃণার স্বীকৃতি তার নেই
বুকে তার অমনোযোগের ক্ষত
রুলবুক
অবিশ্বাস্য মিথ্যে কথারা এসে বলে আমাদের সত্যি বলে মানো, প্রাপ্য সুযোগসুবিধা দাও, আমি দিই, কিন্তু সত্য বলে মানি না, কারণ আজকাল মিথ্যে কথাদের চোখের দিকে তাকালেই বুঝতে পারি অসারতা, কিন্তু অধিকাংশ সময়ই আমার হাতপা বাঁধা, অমুক অমুক কথার উত্তরে আমার তমুক তমুক প্রতিক্রিয়া দেওয়াই নিয়ম , প্রমাণ চাওয়া চলবে না, প্রশ্ন করা চলবে না, আমি অসহায়, রুল বুক ফলো করি
**************************************************************************************************
বিশ্বনাথ পাল



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন