বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শ্রীময়ী দে



শ্রীময়ী দে / দু'টি কবিতা

কবিকথা








একটা কবিতা লিখো তুমি।

যে কবিতায় থাকবে না কোনো দিলখুশ ঘ্রাণ।

রোজকার অনুষঙ্গহীন আটপৌড়ে কিছু 

লেখা-বয়ে যাবে নিরন্তর।নাবালক চাঁদ দেবে ঘুম 

অকৃত্রিম,ফুলে-ফেঁপে উঠবে আনত কাজল।

গাঙচিলের নিঃশব্দ উড়ে যাওয়া বলে যাবে 

কথা অস্ফুট।তুমি শুধু ফেরি করবে নিংড়ানো 

কাব‍্যকথা।


তেমন একটা কবিতা লেখো তুমি -

রেলিং আকঁড়ে ধরা উদ্ধত মাধবীলতা যেখানে 

ছাপিয়ে যাবে অহংকারী আত্মসুখ।

রূপটান মুছে গিয়ে ছেপে ওঠা গ্লানি  পাবে শীতল 

মলম।

গভীর জলের টান কেটে উড়ে যাবে পানকৌড়ি।


তখন তুমি কবি হবে।

ঘুমন্ত খাতার পাতায় ঘ্রাণ নিতে নিতে সাজিয়ে 

দেবে শয‍্যা;জানলার ফাঁক গলে আলতো জোৎস্না 

চুঁয়ে পড়বে চিবুকে।


আমি তখন- নিভু রাতের মোমশিখা,চিনে নিও 

আদিগল্পকথাসুখ।












বিচ্ছেদ

সেদিন পথে ক্লান্তি ছিল বেশ -

একমুঠো জোৎস্না গলে জল।

হিসেবের পাতায় মুখ ভার অক্ষর,

ভালোবাসা ঘুম দিয়েছিল, অতল।


আঁকড়ে ধরা মুঠোয় ভীষন জ্বর।

নীড় বাঁধে বে-হিসেবী আলাপ,

শরীর ফুঁড়ে বেওয়ারিশ ছন্দ-

খোদাই করে জমতে থাকা প্রলাপ।


আমিত্বের লড়াই সাজায় দ্বন্দ্ব,

গুমরে কাঁদে একলা আত্মাভিমান।

সময় খোঁজে আত্মাহুতির শ্লেষ-

মরচে ধরে রাতের শেষ চুম্বন।।


***************************************************************************************************



 শ্রীময়ী দে

পেশায় ইতিহাসের শিক্ষিকা। লেখালেখি সম্পূর্ণ আবেগ জনিত ও ভালোবাসার বশবর্তী হয়ে। ভালো বাসেন গান শুনতে ও ছবি আঁকতে। "ব‍্যারাকপুর স্টেশন পত্রিকা"নামক লিটল ম‍্যাগাজিনের সদস‍্যা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন