বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শশাংক দাস বৈরাগ্য



শশাংক দাস বৈরাগ্য / দু'টি কবিতা

শিকড় কেটো না বন্ধু 

  


          




ঘাস কিংবা বট, অশ্বত্থ - পাকুর ,যে কোনো উদ্ভিদে

সকলের শিকড় থাকে মাটির গভীরে ।

শিকড়েই জীবনের সমারোহ প্রাণের আয়োজন 

শিকড় কেটো না বন্ধু,শিকড়ে তোমারও জীবন ।


আমাদেরও শিকড় আছে পরম্পরা জুড়ে ,

জীবনের যত রঙ রূপ রস রুচি মনন গভীরে

যুক্তি বুদ্ধি প্রশ্ন প্রতিবাদ প্রতিরোধ শিকড়েই স্থিতি 

শিকড় কেটো না বন্ধু আঁকড়ে ধরো শিকড়ের মাটি ।













সময়

ক্ষমতায় ফিরে আসার লড়াই 

আর ক্ষমতায় টিকে থাকার লড়াই ।

আমার বোধিতে সময় এ ভাবেই কথা বলছে ।


মানুষের কথা বলতে বলতে

মানুষকেই হাতিয়ার বানিয়ে ফেলেছি

মানুষ এখন ক্ষমতাদখল অথবা টিকিয়ে রাখার হাতিয়ার ।


কথা ছিলো মানুষের হাতিয়ার হয়ে উঠবে মানুষের জোট ,

সেই জোট ভেঙে দেবে ক্ষমতার অশিষ্ট তর্জনী।


*******************************************************************************************************



 শশাংক দাস বৈরাগ্য

 iPTA এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখা iPCA এর রাজ্য কমিটির সহ-সম্পাদক। প্রগতি লেখক সংঘ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক। 'আজকালপরশু' পত্রিকার সম্পাদক। আত্মপরিচয় দিতে গিয়ে শশাঙ্ক দাস বৈরাগ্য লিখছেন : গল্প প্রবন্ধ লেখার চেষ্টা করিনি কোনোদিন। কিছু লিখেছি অবশ্য বিশেষ কারণে । কবিতাতেই আছি বিরাশি থেকে। কবিতা হোক বা না হোক কবিতাতেই থাকবো। আমি বিশ্বাস করি কবিতা একটি শ্রেষ্ঠ শিল্প যা মানুষের খুব প্রয়োজন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন