****************************************************
সম্পাদকীয়
স্বরবর্ণ * ১১ * শীত সংখ্যা
২৮ অগ্রহায়ণ ১৪২৯ * ১৫ ডিসেম্বর ২০২২
********************************************************
খুব একটা অস্থির সময়ের মধ্য দিয়ে কালাতিপাত করছি আমরা । খুব সুখের নয় বর্তমান সময়ের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। প্রতিদিন প্রতিক্ষণ আমরা দেখছি মানবিক মূল্যবোধের অবক্ষয়। মনুষ্যত্ব বিবেক যেখানে পদদলিত, সেখানে সমাজ রাজনীতির কাছে বড় কিছু আশা করা, দুরাশা নয় কি?
শিক্ষাই জাতির মেরুদন্ড। এ তো শুধু আপ্ত্যবাক্য নয়। প্রতিটি বিবেকবান মানুষই তা স্বীকার করবেন। অথচ কি দেখছি আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে ? জাতির মেরুদন্ডটিকে বাঁকানোর নির্লজ্জ প্রয়াস। মানুষের লোভ-লালসা কত নিম্নগামী হলে, অর্থের বিনিময়ে অযোগ্যকে যোগ্য এবং যোগ্যকে অযোগ্য বলে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা যায় । এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবলেও গা শিউরে ওঠে। আদালতের পক্ষে কতক্ষণ মানুষের বিবেক পাহারা দেওয়া সম্ভব?? এই আত্মসুখ আত্মপ্রবঞ্চনার দিন কবে শেষ হবে??
তবু আমরা আশাবাদী। এই দুর্বিষহ দিন শেষ হবে। তাই শিল্প সাহিত্যের কাছে আমাদের বারবার ফিরে আসা। নতজানু হওয়া । নিরাময় খোঁজা।
বরাবরের মত এ সংখ্যাটিও আমরা সাজিয়েছি গল্প কবিতা প্রবন্ধ ও অন্যান্য রচনা দিয়ে। সংখ্যাটি পাঠকের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।
***********************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন