প্রশান্ত মন্ডল / দু'টি কবিতা
বর্ণ
বাড়ি কোথায় তার?
তার কি কোনো নির্দিষ্ট ঘর বা বাসা আছে,
নাকি তোমার-আমার হৃদয়ে বসবাস তার!
শৈশব থেকে আজ পর্যন্ত যেসব বাড়িগুলো
আঁকড়ে ধরেছে দৃষ্টি..
কিংবা যেসব বাসায় থাকবার বা গড়বার বাসনা জেগেছিল খানিক,
সেসব প্রত্যাশার পেছনে বর্ণ খুঁজে দেখিনি
মন ছোঁবার মত মানুষ পেলেও রঙ নির্বাচনে আগ্রহী হইনি
অনবরত কেবল এইটুকু বুঝবার চেষ্টা করে গেছি
এ দুনিয়ার শ্রেষ্ঠ জীব রূপে, 'তুমি-আমি' আর 'আমি-তুমি'..
এটুকুই যথেচ্চ নয়!
মাটি
সীমাহীন বিস্তৃতি
হাঁটু গেড়ে কপাল স্পর্শ করলেই
কত উদার হয়ে ওঠে মন, বুক
ভালোবেসে অরণ্যের খুব কাছে গেলে উপলব্ধ হয়
সৃষ্টির কত পরিমাণ ভার বহন করে আছে সে কাঁধের প'রে
যেন সমস্ত প্রাণের প্রাণসঞ্চার ঘটানোই
আমরণ সংগ্রাম তার
এতসব ভাবতে ভাবতেই আমি গাছেদের মত শীতল হয়ে যাই
আর ঢলে ঢলে পড়ি নরম মাটির বুকে.....
*******************************************************************************************************
পিতা- লক্ষীকান্ত মন্ডল ও মাতা- কিরণবালা মন্ডল। ভারত, পশ্চিমবঙ্গ তথা শিলিগুড়ি শহরের একটি ছোট্ট গ্রাম অম্বিকানগরে জন্মগ্রহণ এবং স্থায়ী বাসস্থান। জন্মের কিছুকাল পরই মাতৃবিয়োগ ঘটে এবং ধীরে ধীরে অভাব-অন্টনের মধ্যে এগিয়ে চলার পথ তথা জীবন-বৃত্তান্ত। লেখার আগ্রহ তথা গুণী ও শ্রদ্ধেয় মানবদের জীবনী পড়বার ঝোঁক শৈশব থেকেই। প্রথম লেখার হাতেখড়ি বিদ্যালয় জীবনে এক তরুণ কবি তথা স্কুল শিক্ষককে দেখে। প্রথম আত্মপ্রকাশ "মুখচ্ছদ্ম" নামক আঞ্চলিক পত্রিকার দ্বারা। এরপর "শুকতারা" পত্রিকায় কবিতা প্রকাশ। ধীরে ধীরে সময়ের হাত ধরে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, যৌথ সংকলন, ই-সংকলন, ই-ম্যাগাজিন এ লেখা প্রকাশ।
লেখালেখি ছাড়াও পাশাপাশি চলতে থাকে শিল্প-কর্ম, সঙ্গীত চর্চা, নাটক-থিয়েটার, অভিনয় চর্চা এবং সমাজসেবামূলক কার্যকলাপও চলতে থাকে সুযোগ পেলে। আর এই পরিমিত জীবনের যা কিছু দেনা-পাওনার গল্প তা স্বর্গীয় পিতা-মাতার প্রতিই উৎসর্গিত।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন