সপ্ না সাহা / দু'টি কবিতা
শুভ বিজয়া---
শান্ত এক বিষাদময়ী মুখ
শান্ত এক অনাবিল অন্ধকার
এবারও পাপের বিনাশ হলো না
এবারও সবকটা ঘুঘুরবাসা ভাঙ্গা হলো না
হিংস্র চোখের এবারও তুমি পাপ দমনে অপারগ
ঘুমের শৃঙ্খলে মানুষ কেমন নেশাগ্রস্ত
এবারও তোমার ডান পাশে শূন্যতা, বাম পাশে নীরবতা
চর্মচক্ষে ঠুলি পরিয়ে তুমি বিদায় নিচ্ছ
আবারো এক বছরের অপেক্ষা
মাগো আর আমরা আর স্বপ্নে মুগ্ধ হতে চাই না---
মাগো আবারো আমরা উৎসে ফিরতে চাই
ঠিক তোমার কোলের কাছে থেকে---
যেখানে তোমাকে বিদায় দেওয়া নয়,
শুধুই জড়িয়ে ধরে থাকা---
খুব নিশ্চিন্তে মানুষের পাশে থাকা---
শুভ্র হিংস্রতা---
পিছু হটবে না আর, তাই
এলোপাথাড়ি নদীটির এপাশ-ওপাশে
ডুবতে ডুবতে আবারও জোট বাঁধার প্রচেষ্টা---
অহেতুক টানা-হ্যাচরার ফলে
পিঠে বিঁধে আছে দীর্ঘ না পাওয়ার যন্ত্রনা---
পোড়া অন্ধকারে আকাশ আর
দিশা দেখাচ্ছে না---
আক্রোশের বন্যায় ভেসে যাচ্ছে মানবতা
অনশনের দেবতারা তাই আর
চোদ্দ প্রদীপের আলো নিতে
মাটিতে নেমে আসেনি---
অস্বচ্ছ শুভেচ্ছা বার্তার আশপাশ জুড়ে
এখন শুধুই অন্ধকার---
তবু আশা ছাড়লে হবে না-
এইবার অধিকার বুঝে নেওয়ার লড়াই
এইবার মাটি না ছাড়ার লড়াই
এইবার প্রকৃত আলো ফিরে পাওয়ার লড়াই।
***************************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন