প্রাণজি বসাক / দু'টি কবিতা
ক্ষতচিহ্ন
না জানি কতদিনের জেগে থাকা সম্পর্কহীন
রাতের আশ্রয়ে ঝরে পড়ে ক্লান্তি হতাশা
দুপুর - সেই কবে কখন ফেলে আসা
কার গানে কে সুর তোলে বিকেলের রেওয়াজে
পায়ে পায়ে হেঁটে হেঁটে চড়াই উৎরাই ভ্রান্ত জীবন
জেগে থাকা - কথার কথা নয় বেন্দাবন
ধ্বনির বিনিময়ে যদি প্রতিধ্বনি দেয়া-নেয়া নিরাবেগ
শোকের আবহ নিস্পৃহ হলে কথা তোলে বুদবুদ
ফিরে আসে পরিযায়ী মানুষ পাখিদের উড়ানে
আসলে এই জীবন বড়ই নির্মম বেন্দাবন
কত ধাম কত আখড়া কত পোড়াকাঠ
সামান্য দুটি কথার পর অনিবার্য যাত্রা
নিরাময় বলে আর কোনো পরিচর্যা থাকে না
ক্ষতচিহ্নের নিশান উড়িয়ে আলোকবর্ষ দূরে
কে তবে সবুজবীথি সাজাবে
একটুখানি স্পর্শ জেগে আছে যুগ যুগান্তর
যে কথা বলতে পারিনি - তা নিয়ে ফিরে আসা জীবন
উঠোনে তুলসীমঞ্চ নিথর প্রদীপশিখা
উদ্ভ্রান্ত করো না এই বেলা অস্ফুটস্বরে শেষ ডাকে
কে জানে
অন্ধকার ছাপিয়ে সাদা সাদা টগরফুল জোছনার মেলা। বাঁশবনের ধারে জোনাকির বাসিন্দা। টগরফুল যেন বিছিয়েছে সাদা বিছানা - রাতে বুঝিবা বনে বনজ অনুষ্ঠান হবে। ফেল কড়ি মাখো তেল। বনের বাতাসে সুগন্ধির আমেজ। ইতিমধ্যে গাঁওয়ের মানুষেরা কাঁথার ওমে জীবন খোঁজে। দূর হতে ভেসে আসে ভটভটির অসহ্য আওয়াজ। কেন যে তারা রাতবিরেতে আসে যায় বোঝে না তন্দ্রাচ্ছন্ন সরল মানুষেরা। গলায় আটকে আছে দলা দলা ধিক্কার যেন কারতুজ। অজ পাড়াগাঁয়েও আজকাল দমবন্ধ বিষবায়ু - চারদিক বিষে বিষাক্ত।
তেল ফুরিয়ে আসছে ল্যাম্পের - কথাও ফুরিয়ে গেছে মাঝরাতে - মুখ শুকিয়ে আঠা আঠা - রাত শেষে ঘুমের ঘোরে মিটমিট হাসে নক্ষত্রেরা।
শেষ রাতে কে কোথায় কোন পথে কোন গেহে যায় ঝাপসা কুয়াশা …. কে জানে।
***********************************************************************************************
পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই।
খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন।
রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন