স্মৃতি শেখর মিত্র / দু'টি কবিতা
অহল্যা
অহল্যার বুকে তুমি পা দিলে শ্রীরাম, তোমার পাদস্পর্শে কী
যাদু ছিল পাষাণী মানবী হোলো মুক্তি পেল হাজার বছর পর।
রামায়ণের যাদু আর এখন খাটে না,
কত সুন্দরী নারী ছোট ছোট খোপ
কাটা ঘরে বহুদিন পাষাণী হয়ে পড়ে থাকে নিরুত্তাপ,
নির্বিকার মুমূর্ষুর মতো।
হাজার হাজার বছর ধরে
কত শত ইন্দ্রের লালসার শিকার তারা
পাষাণীর মতোই
শুয়ে থাকে খাটের উপরে।
বলশালী অথবা নপুংসক সব
গোত্রের পুরুষেরা রাতভর খেলা করে তাদের নিরুত্তাপ শরীর
নিয়ে যাদের রমণের কোন ইচ্ছাই থাকে না।
হে শ্রীরাম ! পুরুষোত্তম,মর্য্যাদা
পুরুষ তুমি তোমার শ্রীচরণের
স্পর্শ পেলে এসব পাষাণীও হয়তো একদিন মানবী হয়ে উঠবে।
তোমার সেই পুরুষকার দিব্য শক্তির বড়ই
প্রয়োজন আজ।
সুদূর অন্তরীক্ষ থেকে তোমার আবির্ভাব ঘটুক
এই কামনা নিয়ে বসে আছে সেইসব অভাগা, পতিতা নারীরা,
সমাজের চোখে যারা নর্দমার কীটের সমান।
তাদের মুমূর্ষু শরীরে
প্রাণের সঞ্চার ঘটাও।
সুশ্রূষা
এসো দেওয়ালে হাতের ছাপ
রেখে যাই। আমরা চলে গেলেও ছাপ রয়ে যাবে নব
প্রজন্মের কাছে।গ্ৰন্থিতে, গ্ৰন্থি
মিলিয়ে দিও, আমাদের লালারস সঞ্চারিত হোক নতুন
প্রাণে।সুশ্রূষায় ভরে উঠুক ভোরের আকাশ।
***************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন