বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

স্মৃতি শেখর মিত্র




স্মৃতি শেখর মিত্র / দু'টি কবিতা

অহল্যা








অহল্যার বুকে তুমি পা দিলে শ্রীরাম, তোমার পাদস্পর্শে কী

যাদু ছিল পাষাণী মানবী হোলো মুক্তি পেল হাজার বছর পর। 

রামায়ণের যাদু আর এখন খাটে না,

কত সুন্দরী নারী ছোট ছোট খোপ

কাটা ঘরে বহুদিন পাষাণী হয়ে পড়ে থাকে নিরুত্তাপ, 

নির্বিকার মুমূর্ষুর মতো। 

হাজার হাজার বছর ধরে  

কত শত ইন্দ্রের লালসার শিকার তারা 

পাষাণীর মতোই

শুয়ে থাকে খাটের উপরে।

বলশালী অথবা নপুংসক সব

গোত্রের পুরুষেরা রাতভর খেলা করে তাদের নিরুত্তাপ শরীর 

নিয়ে যাদের রমণের কোন ইচ্ছাই থাকে না।

হে শ্রীরাম ! পুরুষোত্তম,মর্য্যাদা 

পুরুষ তুমি তোমার শ্রীচরণের

স্পর্শ পেলে এসব পাষাণীও হয়তো একদিন মানবী হয়ে উঠবে। 

তোমার সেই পুরুষকার দিব্য শক্তির বড়ই

প্রয়োজন আজ। 

সুদূর অন্তরীক্ষ থেকে তোমার আবির্ভাব ঘটুক 

এই কামনা নিয়ে বসে আছে সেইসব অভাগা, পতিতা নারীরা,

সমাজের চোখে যারা নর্দমার কীটের সমান। 

তাদের মুমূর্ষু শরীরে 

প্রাণের সঞ্চার ঘটাও।













সুশ্রূষা

এসো দেওয়ালে হাতের ছাপ

রেখে যাই। আমরা চলে গেলেও ছাপ রয়ে যাবে নব

প্রজন্মের কাছে।গ্ৰন্থিতে, গ্ৰন্থি

মিলিয়ে দিও, আমাদের লালারস সঞ্চারিত হোক নতুন

প্রাণে।সুশ্রূষায় ভরে উঠুক ভোরের আকাশ।


***************************************************************************************************



স্মৃতি শেখর মিত্র

জন্ম বিহারের (বর্তমান ঝাড়খন্ড)ধানবাদ জেলা অন্তর্গত হরিলাডি কলিয়ারী।
পৈতৃক নিবাস পুরুলিয়া জেলার পুঞ্চা থানার রাসুডি
গ্ৰামে। প্রথাগত লেখাপড়ার
সমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে।
প্রথম লেখা কবিতা প্রকাশিত হয় ১৯৭৫ সালে কোলকাতার
কণ্ঠস্বর পত্রিকায়। এছাড়া বিভিন্ন জেলার পত্র পত্রিকায়
কবিতা,গল্প ইত্যাদি প্রকাশিত হয়েছে। জীবনের নানান ওঠাপড়ায় একনাগাড়ে সাহিত্য চর্চা করা হয়ে ওঠেনি।
কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা থেকে অবসর গ্ৰহণের পর আসানসোল শহরে বসবাস। কবির একমাত্র কবিতা গ্ৰন্থ 'বালিয়াড়ি' ।
প্রিয় কবি জীবনানন্দ দাশ।
প্রিয় লেখক অতীন বন্দ্যোপাধ্যায়, ও কালকূট।
রবীন্দ্রনাথ ঠাকুরের গান
অত্যন্ত প্রিয়। এছাড়াও
ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের
সানাই বাদন খুব ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন